সাম্প্রতিক সময়ের বহুল আলোচিত ইস্যু ছেলে ধরা গুজবে কাউকে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন অনলাইন প্রেস ইউনিটি চট্টগ্রাম মহানগেরর সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সবুজ,
আজ ৯ই জুলাই সাংবাদিক সবুজের নিজ বাসায় তিনি এ কথা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ছেলে ধরা গুজব নিয়ে তিনি বলেন সাম্প্রতিক সময়ে একদল দুষ্টবুদ্ধিসম্পন্ন চক্র দেশের রাজধানী থেকে শুরু করে প্রত্যান্ত অঞ্চল পর্যন্ত যে ছেলে ধরা বিষয়টি ভাইরাল করেছে তা সম্পূর্ন মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন, এতে করে সাধারন মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
আমরা আমাদের শৈশবকালে শুনেছিলাম কোন সেতু বা বড় প্রকল্প নির্মাণে কোন একটি পরিবারের এক মায়ের এক ছেলের বলিদান কিংবা আস্তা একটা ছাগল অথবা গরুর প্রয়োজন হতে তাও কতটুকু সত্য আমরা জানতাম না, কিন্তু সাম্প্রতিক সময়ে যারা ফেসবুকে ছেলে ধরা বিষয়টি ভাইরাল করেছে তারা স্পষ্ট উল্লেখ করেছে ২০ থেকে ২৫ এর ভেতর যেকোন ছেলেকে অপহরণ কিংবা মাথা কেটে নেওয়া হচ্ছে।
যদি বিষয়টি সত্য হতো তাহলে জাতীয় গনমাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক গনমাধ্যমে তা উঠে আসতো, তাছাড়া বিষয়টি নিয়ে আমরা পদ্মাসেতু নির্মান প্রকৌশলীদের সাথে আলাপ করেছি, তারা বিষয় মিথ্যা আখ্যা দিয়ে বলেন, যে বা যারা এবিষয়ে সমাজ তথা দেশে আতঙ্ক সৃষ্টি করছে তাদের দ্রুত আইনের আওতায় আনা প্রয়োজন, তাই সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণও করেন তারা।