ঢাকাশুক্রবার , ৫ জুলাই ২০১৯
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

নাটোরের বড়াইগ্রামে বাসে তল্লাশি চালিয়ে ৫৯ বোতল ফেন্সিডিল উদ্ধার-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ৫, ২০১৯ ১২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

সুজন কুমার,নাটোর প্রতিনিধি দৈনিক বাংলার অধিকারঃ নাটোরে বড়াইগ্রামের বনপাড়ায় একটি বাসে তল্লাশি চালিয়ে ৫৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে হাইওয়ে পুলিশের একটি দল। শুক্রবার রাত একটার দিকে এই ফেন্সিডিল উদ্ধার করা হয়।
বনপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৫৫৬২) তল্লাশি চালায় বনপাড়া হাইওয়ে পুলিশ এস আই মাহফুজুর রহমান সাজেন্ট সরওয়ার ও এএসআই ইউসুফ আলী। এ সময় মালিকবিহীন একটি ব্যাগে রক্ষিত ৫৯ বোতল ভারতীয় ফেন্সিডিল পাওয়া যায়। এ সময় কাউকে আটক করা যায়নি।
বনপাড়া হাইওয়ে পুলিশ এস আই মাহফুজুর রহমান জানান, জব্দকৃত ফেন্সিডিল হাইওয়ে থানার মালখানায় রক্ষিত আছে। বিজ্ঞ আদালতের নির্দেশনা পেলে সেগুলি ধ্বংস করা হবে।

Don`t copy text!