স্বপন কুমার রায়/নিশিত রঞ্জন মিস্ত্রী।
মহা-অবতার ভগবান শ্রীশ্রী জগন্নাথ দেবের রথোৎসব উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় হিন্দু মহা-জোট সারাবিশ্ব ব্যাপী যে রথোৎসব পালিত হচ্ছে,সে জন্য পৃথিবীর সকল সনাতনধর্মীয় মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সাথেসাথে পৃথিবীর সকল ধর্মীয় মানুষ ও জীব-জগৎতের সুখ ও শান্তি কামনা করেছেন।
আজ বৃহস্পতিবার ৪ জুন সারাবিশ্ব ব্যাপী মহাপ্রভু জগন্নাথদেবের সবচেয়ে বড় উৎসব-রথোৎসব পালিত হচ্ছে।
এ রথোৎসব উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় হিন্দু মহা-জোটের মহা-সচিব এ্যাডঃশ্রীগোবিন্দ প্যারামানিক বলেন,এমনি একটি শুভক্ষনে মহাপ্রভুর মর্ত্যলোকে তার সকল সন্তানকে নিজ-নেত্রে দেখার অভিপ্রায়ে রথযোগে বিশ্বব্যাপী ভ্রমন করেন এবং সকল জীবকুলের জন্যই মঙ্গল- আশির্বাদ করেন।
মহাপ্রভু শ্রীশ্রী জগন্নাথদেবের এই রথোৎসবের দিনে পৃথিবীর হিন্দু-ধর্মীয় মানুষের জন্য ছুটি দিন থাকলেও বাংলাদেশে হিন্দু-ধর্মীয় মানুষের জন্য এদিনকোন ছুটির ব্যাবস্থা নেই।এটা বাংলাদেশের হিন্দু ধর্মীয় মানুষের জন্য অত্যান্ত পরিতাপের বিষয়,বাংলাদেশ জাতীয় হিন্দু মহা-জোটের পক্ষথেকে সরকারের কাছে জোর দ্বাবী জানাছি,এ বিশেষ দিনটি জাতীয় ছুটির দিন ঘোষনা করার জন্য।
সাথে জাতীয় হিন্দু মহা-জোটের নির্বাচন পুর্ববর্তী ৬ দফা দ্বাবীপুরন সহ দেশ ব্যাপী যে হিন্দু নিপীড়ন নির্যাতন সহ সকল প্রকার ভুমি দখল,হামলা-মামলা বন্ধের দ্বাবী জানাছি।
হিন্দু মহা-জোটের মহা-সচিব সকল জেলা উপজেলা,ইউনিয়ন ওয়ার্ড পর্য্যায়ে সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীদের সজাগ দৃষ্টিরেখে এবং উৎসব পালনের সরকারের সকল সহযোগীতা করার আহব্বান জানান।