ঢাকাবৃহস্পতিবার , ৪ জুলাই ২০১৯
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় হিন্দু মহা-জোটের দ্বাবী ও শান্তিকামনা-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ৪, ২০১৯ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

স্বপন কুমার রায়/নিশিত রঞ্জন মিস্ত্রী।
মহা-অবতার ভগবান শ্রীশ্রী জগন্নাথ দেবের রথোৎসব উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় হিন্দু মহা-জোট সারাবিশ্ব ব্যাপী যে রথোৎসব পালিত হচ্ছে,সে জন্য পৃথিবীর সকল সনাতনধর্মীয় মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সাথেসাথে পৃথিবীর সকল ধর্মীয় মানুষ ও জীব-জগৎতের সুখ ও শান্তি কামনা করেছেন।
আজ বৃহস্পতিবার ৪ জুন সারাবিশ্ব ব্যাপী মহাপ্রভু জগন্নাথদেবের সবচেয়ে বড় উৎসব-রথোৎসব পালিত হচ্ছে।
এ রথোৎসব উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় হিন্দু মহা-জোটের মহা-সচিব এ্যাডঃশ্রীগোবিন্দ প্যারামানিক বলেন,এমনি একটি শুভক্ষনে মহাপ্রভুর মর্ত্যলোকে তার সকল সন্তানকে নিজ-নেত্রে দেখার অভিপ্রায়ে রথযোগে বিশ্বব্যাপী ভ্রমন করেন এবং সকল জীবকুলের জন্যই মঙ্গল- আশির্বাদ করেন।
মহাপ্রভু শ্রীশ্রী জগন্নাথদেবের এই রথোৎসবের দিনে পৃথিবীর হিন্দু-ধর্মীয় মানুষের জন্য ছুটি দিন থাকলেও বাংলাদেশে হিন্দু-ধর্মীয় মানুষের জন্য এদিনকোন ছুটির ব্যাবস্থা নেই।এটা বাংলাদেশের হিন্দু ধর্মীয় মানুষের জন্য অত্যান্ত পরিতাপের বিষয়,বাংলাদেশ জাতীয় হিন্দু মহা-জোটের পক্ষথেকে সরকারের কাছে জোর দ্বাবী জানাছি,এ বিশেষ দিনটি জাতীয় ছুটির দিন ঘোষনা করার জন্য।
সাথে জাতীয় হিন্দু মহা-জোটের নির্বাচন পুর্ববর্তী ৬ দফা দ্বাবীপুরন সহ দেশ ব্যাপী যে হিন্দু নিপীড়ন নির্যাতন সহ সকল প্রকার ভুমি দখল,হামলা-মামলা বন্ধের দ্বাবী জানাছি।
হিন্দু মহা-জোটের মহা-সচিব সকল জেলা উপজেলা,ইউনিয়ন ওয়ার্ড পর্য্যায়ে সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীদের সজাগ দৃষ্টিরেখে এবং উৎসব পালনের সরকারের সকল সহযোগীতা করার আহব্বান জানান।

Don`t copy text!