ঢাকাবুধবার , ৩ জুলাই ২০১৯
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লালগালিচা অভ্যর্থনা-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ৩, ২০১৯ ৮:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক এক সম্মেলনে যোগদান শেষে দেশটির রাজধানী বেইজিংয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকালে এয়ার চায়নার একটি চার্টার্ড প্লেনে প্রধানমন্ত্রী দালিয়ান থেকে রওয়ানা হয়ে বেইজিংয়ের বিমানবন্দরে পৌঁছান। সেখানে প্রধানমন্ত্রীকে লালগালিচা অভ্যর্থনা দেওয়া হয়। বিমানবন্দরে তাকে স্বাগত জানান চীনের সহ-পররাষ্ট্র মন্ত্রী কিং গ্যাং। পরে তাকে গার্ড অব অনার দেয় চীনের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বেইজিংয়ের ডিয়াওইউতাই স্টেট গেস্ট হাউজে নেওয়া হবে প্রধানমন্ত্রীকে। সফরকালে এখানেই অবস্থান করবেন শেখ হাসিনা।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে গত ১ জুলাই দেশটিতে আসেন বাংলাদেশ সরকারপ্রধান। সেদিন রাতে লিয়াওনিং প্রদেশের দালিয়ানে পৌঁছানোর পর মঙ্গলবার বিভিন্ন কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী। প্রথমে দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস-২০১৯’ শীর্ষক গ্রীষ্মকালীন সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিকেলে ‘কো-অপারেশন ইন দ্য প্যাসিফিক রিম’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন তিনি।
সম্ভাব্য কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার দুপুরে চীনের প্রধানমন্ত্রী কেছিয়াং-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন শেখ হাসিনা। বৈঠকের পর দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে।
দুপুরে চীনা প্রধানমন্ত্রীর দেওয়া মধ্যান্যভোজ আমন্ত্রনে যোগ দেবেন বাংলাদেশ সরকারপ্রধান। এ দিন বিকেলে চীনের ব্যবসায়ী নেতাদের সঙ্গে গোলটেবিল বৈঠকেও অংশ নেবেন তিনি।
শুক্রবার বিকেলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাতে চীনা প্রেসিডেন্টের দেওয়া নৈশভোজে অংশ নেবেন তিনি।
শনিবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

Don`t copy text!