ঢাকাবুধবার , ৩ জুলাই ২০১৯
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

কাঁকৈরতলা জনতা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ৩, ২০১৯ ১২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

রকি চন্দ্র সাহা,চাঁদপুর জেলা প্রতিনিধি,দৈনিক বাংলার অধিকারঃ
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান “কাঁকৈরতলা জনতা কলেজে পহেলা জুলাই সোববার একাদশ শ্রেণির পাঠদান শিক্ষা কার্য্যক্রম অনুষ্ঠানিক ভাবে শুভ সূচনা হয়।

পবিত্র কুরআন তেলায়াতের দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ত্ব করেন কাঁকৈরতলা জনতা কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুল হক পাটোয়ারী।

কাজী নজরুল ইসলাম এর সঞ্চালনায়,প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাঁকৈরতলা জনতা কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ মোশারফ হোসেন পাটোয়ারী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জগন্নাথ পুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালেয় প্রধান শিক্ষক সৈয়দ মোঃ মুর্তেজা কামাল ও মালিগাঁও উচ্চ্য বিদ্যালয় প্রধান শিক্ষক মো:শাহাদাত হোসেন।

প্রধান অতিথি তার বক্তব্যে এই কলেজের নবাগত শিক্ষার্থীদের উদ্যেশ্যে বলেন
আজ তোমরা শিক্ষা জীবনের দশটি বছর অতিক্রম করে কলেজে এসেছ। এখন তোমাদের মন ভালো মন্দ অনেক কিছুই চাইতে পারে। তাই পড়া-লেখার থেকে দূরে থাকা যাবে না। তোমাদের মধ্যে কেহ মাদক নেশার সাথে জড়ালে সাথে সাথে কলেজ কর্তৃপক্ষ কে জানাবে।

বর্তমানে সারা দেশে স্মাট ফোনের অপব্যাবহারের কারণে শিক্ষার মান হ্রাস পাচ্ছে। তাই শিক্ষার্থীদের শিক্ষার মান ধরে রাখার জন্য প্রাপ্ত বয়স হওয়ার পূর্বে কলেজে মোবাইল ব্যাবহার নিষিদ্ধ ঘোষনা করেছেন।
অভিবাবদের উদ্যেশ্যে বলেন আপনার সন্তান নিয়মিত কলেজে আসছে কিনা, পড়া লেখার নাম দিয়ে কখন কোথায় যাচ্ছে? কি করছে? প্রতিনিয়ত তার গতিবিধি লক্ষ্য রাখা আপনার আমার অতিব জরুরী।

বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন
কলেজে যাওয়া আসার পথে কেহ যদি ইফটিজিং এর শিকার হও সাথে সাথে কলেজ কর্তৃপক্ষকে জানাবে।

ছাত্রীদের ১৮ বছর পূর্ণ হওয়ার পূর্বে তোমাদের পরিবার জোর পূর্ব বাল্য বিবাহ দেওয়ার চেষ্টা করলে কলেজকে অবহত করবে। তখন কলেজ তোমার হয়ে সহযোগীতা করবো।
শিক্ষার্থীদের উদ্যেশ্যে বলেন, তোমরা স্বপ্ন দেখ? আগামী দিনে তোমাদের গাড়ীতে রাষ্টীয় পতাকা উড়বে। তুমি রাষ্টীয় পটোকলে চলবে? যদি চাও তাহলে পড়া লেখার কোন বিকল্প নেই।

এছাড়াও উপস্থিত ছিলেন, কাঁকৈরতলা জনতা কলেজের সহঃ অধ্যক্ষ (হিসাব বিজ্ঞান) মোঃ আবুল কালাম, সহঃ অধ্যাক্ষ (অর্থনীতি) মোঃ কবির হোসেন, সহঃ অধ্যাক্ষ ( ইংরেজী) আমিনুল রহমান, সহঃ অধ্যাক্ষ (পরিসংখ্যান) তাপস বিহারী দাস, প্রভাষক (ব্যাবস্থাপনা সংগঠন) নূরুল আলম, প্রভাষক (জীববিজ্ঞান) জসিম উদ্দিন, প্রভাষক (রসায়ন) মনির হোসেন, সুশিল সমাজ,সাংবাদিক, অভিবাবক ও অন্যান্য ব্যাক্তি বর্গ।


সভাপতি তার সমাপনী বক্তব্যে বলেন, তোমরা কলেজের একাডেমিক নিয়ম কানুন মেনে চল্লে ভালো রেজাল্ট করতে পারবে। আজকের শিক্ষার্থীরা আগামীদিনে দেশ ও জাতির মঙ্গল বয়ে আনবে। পরিশেষে সকল শিক্ষক ও শিক্ষার্থীদের মঙ্গল কামনা করে অনুষ্ঠনের সমাপ্তি ঘোষনা করেন।

Don`t copy text!