ঢাকাবুধবার , ৩ জুলাই ২০১৯
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

নারী ইস্যুতে মন্তব্য করায় ক্ষমা চাইলেন দালাই লামা-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ৩, ২০১৯ ৮:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

নিজের উত্তরসূরী হিসেবে কোনো নারীকে রাষ্ট্রের ক্ষমতায় মনোনীত করার ব্যাপারে বিতর্কিত মন্তব্য করায় জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেছেন তিব্বতের শাসনতন্ত্রের আধ্যাত্মিক নেতা দালাই লামা। মঙ্গলবার (২ জুলাই) তার কার্যালয় থেকে ক্ষমা চেয়ে পাঠানো বিবৃতিতে বলা হয়, তিনি কৌতুক করে নারী বিষয়ক সেই মন্তব্যটি করেছিলেন। যা কখনই গ্রহণযোগ্য নয়।

এর আগে গত মাসে ব্রিটিশ গণমাধ্যম ‘বিবিসি নিউজ’কে এক সাক্ষাৎকার দেন দীর্ঘদিন যাবত ভারতে নির্বাসিত থাকা তিব্বতের বৌদ্ধ ধর্মাবলম্বীদের আধ্যাত্মিক ধর্মীয় নেতা দালাই লামা। বিস্তৃত সেই সাক্ষাৎকারে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে নিজের তিব্বতে ফেরার স্বপ্ন নিয়েও তিনি কথা বলেন। একই সঙ্গে বিশ্বের শরণার্থী ইস্যুতে গণমাধ্যমটির কাছে বিস্তর মতামতও দেন ৮৪ বছরে পা দিতে যাওয়া ধর্মীয় এই নেতা।

‘বিবিসি নিউজে’র সাক্ষাৎকারে দালাই লামা জানান, ভবিষ্যতে যদি কোনো নারী এই আসনের জন্য মনোনীত হন; তাহলে তিনি আরও আকর্ষণীয় হবেন।

মূলত তার এ বিতর্কিত মন্তব্যের পরপরই ইস্যুটি নিয়ে বিশ্বব্যাপী শুরু হয় ব্যাপক সমালোচনা। যে কারণে গত মঙ্গলবার দালাই লামার কার্যালয় থেকে বিবৃতি দিয়ে অনাকাঙ্ক্ষিত সেই মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে এর ব্যাখ্যাও দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, ‘দালাই লামা যা বলেছেন তাতে মানুষ আহত হওয়ায় তিনি গভীর অনুতপ্ত এবং আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন।’ তাছাড়া নারী বিষয়ক সেই মন্তব্যটি নেহাতই একটি ভুল বোঝাবুঝির কৌতুক বলে বিবৃতিতে বর্ণনা করা হয়।

Don`t copy text!