ঢাকাশুক্রবার , ২৮ জুন ২০১৯
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেই ধর্ষিত হয়ে মামলা, আইনজীবীর সহকারীসহ গ্রেফতার-২-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুন ২৮, ২০১৯ ১০:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে নিজেই ধর্ষিত হয়ে প্রতিপক্ষকে ধর্ষণ মামলায় ফাঁসানোর ঘটনায় আইনজীবীর সহকারীসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৮ জুন) সকালে জেলা পুলিশের সম্মেলন কক্ষে পুলিশ সুপার জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে চাঞ্চল্যকর এই ঘটনার বর্ণনা দেন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, মেলান্দহ উপজেলার বংশী বেলতৈল গ্রামের গৃহবধূ গুলেনুর বেগমের সাথে জমি নিয়ে চাচাতো ভাই নুরনবীর সাথে বিরোধ চলে আসছে। তাদেরকে মামলা দিয়ে ফাঁসাতে ব্যর্থ হয়। পরে তাকে ফাঁসাতে জামালপুর জজ কোর্টের আইনজীবী সহকারী (মহুরী) খোশনবী গৃহবধূকে মামলায় জিতিয়ে দেওয়ার জন্য গৃহবধূকে ধর্ষণ মামলা দেওয়ার পরমর্শ দেন।
মহুরীর পরামর্শে এবং তার লোক দিয়েই গৃহবর্ধকে ধর্ষণ করানো হয়। পরে ধর্ষিতা বাদী হয়ে চাচাতো ভাই নুরনবী ও ভগ্নিপতি ছাইরুল ইসলামের বিরুদ্ধে মেলান্দহ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশী তদন্তে বিষয়টি সন্দেহ হলে বাদীনিকে জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনা ফাঁস করেন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় আদালতে জবানবন্দি দেন।এই ঘটনার পর মহুরী খোশনবী জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার ভোরে নায়ারণগঞ্জ ফতুল্লা থানার জামতলী থেকে ধর্ষক ফজলকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Don`t copy text!