ঢাকামঙ্গলবার , ২৫ জুন ২০১৯
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় সরিষা তেলে কর প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুন ২৫, ২০১৯ ৭:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

সোহেল চৌধুরী রানা, নওগাঁ জেলা প্রতিনিধিঃ দেশী উৎপাদিত পণ্য ‘সরিষা তেল’ থেকে কর প্রত্যাহারের দাবি জানিয়েছেন নওগাঁর মিলাররা।

নওগাঁ জেলা প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই দাবি তুলে ধরেন। এতে লিখিত বক্তব্যে দেন জেলা তৈল মিল মালিক সমিতির সভাপতি মো: আলেফ উদ্দিন ও সাধারন সম্পাদক মো: আব্দুল কাদের।

মিলারা বলেন- চলতি অর্থ বছরে সরিষা তেলে ৫ শতাংশ মূল্য সংযোজন কর আরোপ করা হয়েছে। যা কোন ভাবেই যৌক্তিক হয়নি।

দেশীয় উৎপাদিত এই পণ্য এমনিতেই আমদানী করা ভোজ্য তেলের সাথে প্রতিযোগীতায় টিকে থাকতে পারছে না। তার ওপর নতুন করে করারোপে পণ্যটির মূল্য বৃদ্ধি পাবে। ফলে সরিষা তেল ক্রয়ে ভোক্তারা আগ্রহ হারাবে। চরম ক্ষতির মুখে পরবে সরিষা উৎপাদক ও তেল উৎপাদনের সাথে সম্পৃক্ত ইন্ড্রাষ্ট্রিগুলো।

তারা বলেন- দেশে সরিষার উৎপাদন কমায় ক্রমেই আমদানী নির্ভরশীল হতে হচ্ছে। প্রতি বছর প্রায় ১২ থেকে ১৩ লাখ টন ভোজ্য তেল আমদানী করতে হচ্ছে। আমদানী তেলের প্রভাবে এরইমধ্যে মেঘনা ও সিটি গ্রুপের প্রায় ৯০ শতাংশ ঘানি বন্ধ হয়ে পড়েছে। শ্রমিকরা বেকার হয়ে পড়েছে। কৃষক উৎপাদিত সরিষার নাজ্য মূল্য হারাচ্ছেন।

আরোপিত কর প্রত্যাহার না করলে সরিষা, তিল, বাদাম ও এর খৈলের দাম বারবে। একইসাথে এর সাথে সম্পৃক্ত জৈব সার, পোল্ট্রি ফিড, গো খাদ্য ও ফিস ফিডের দাম বাড়বে।

তাই অবিলম্বে সরিষা তেলের উপড় থেকে কর প্রত্যারের দাবি জানান মিল মালিকরা। সংবাদ সম্মেলনের সময় জেলা তৈল মিল মালিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।

Don`t copy text!