ঢাকামঙ্গলবার , ২৫ জুন ২০১৯
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলের কালিহাতীতে ৬৮৮ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার-২-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুন ২৫, ২০১৯ ২:০২ অপরাহ্ণ
Link Copied!

মো: আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি: দৈনিক বাংলির অধিকার:-

টাঙ্গাইলের কালিহাতীর বঙ্গবন্ধু সেতু সড়কের কামাক্ষার মোড় থেকে ৬৮৮ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ সিপিসি-২ এর একটি দল।

গ্রেফতারকৃতরা আসামীরা হলো –মিরপুর লালকুঠির মৃত কালু মোল্লার ছেলে মো. আলী (৫৫) ও ফরিদপুরের নগরকান্দার মো: হোসেন সরদারের ছেলে মো. আবীর (১৯)।

সোমবার (২৪ জুন) বিকেল ৫টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মেজর শিবলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ফেনসিডিলের একটি বড় চালান রাজধানীতে ঢুকতেছে। কিন্তু নির্দিষ্ট সময় পাড় হয়ে গেলেও তাদের কোন সংবাদ না পাওয়ায় সোর্সের দেয়া তথ্য মতে আমরা তাদের খুঁজতে খুঁজতে বঙ্গবন্ধু সেতু সড়কের কামাক্ষার মোড় নামক স্থানে ট্রাকটি দাঁড়িয়ে থাকতে দেখি। একসময় ট্রাকের চালক ও সহযোগী ট্রাকের ভিতরে ঘুমাচ্ছিল। তাদের ঘুম থেকে ডেকে উঠিয়ে জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে ট্রাকে ড্রাইভারের সিটের পেছনে রাখা ফেনসিডিলের কথা স্বীকার করে। পরে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের নিকট হতে দুইটি মোবাইল ও সঙ্গে থাকা ছয় হাজার সাতশত ৯২ টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে দেশে প্রচলিত মাদক নিয়ন্ত্রণ আইনে মাদক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

Don`t copy text!