ঢাকাসোমবার , ২৪ জুন ২০১৯
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ার তেতৈয়া গ্রামে ভয়াবাহ অগ্নিকান্ডে ২টি বসতঘর পুড়ে ছাই-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুন ২৪, ২০১৯ ৭:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ মাসুদ মিয়া,কচুয়া(চাঁদপুর)প্রতিনিধি ॥
চাঁদপুরের কচুয়া উপজেলার তেতৈয়া গ্রামের নয়াবাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে ২টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার সকালে উপজেলার তেতৈয়া গ্রামের নয়াবাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকান্ডোর ঘটনায় ঘরে থাকা নগদ ১লক্ষ টাকা, ১ ভরি স্বর্ন ও আসবাবপত্র সহ প্রায় ৩লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার দাবি করেছেন।
জানা যায়, সোমবার সকালে বৈদ্যুতিক অতিরিক্ত লোডশেডিং এর কারনে মিটার বাস্ট হয়ে বসতঘরে আগুন ধরে। মুর্হূতের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে কচুয়া ফায়ার সার্ভিসের দমকল বাহিনীকে সংবাদ দিলে তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে আসলেও নির্ধারিত স্থানে গাড়ি নিয়ে পৌছতে পারেনি। বরং এলাকার কৃষকের একটি মেশিন দিয়ে পানি সেচের মাধ্যমে আগুন নিয়ন্ত্রন করে। এসময় ঘরে থাকা প্রয়োজনীয় কাজপত্র, ১ভরি স্বর্ন, নগদ টাকাসহ প্রায় ৩লক্ষার টাকার ক্ষতি হয়।
এদিকে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য স্বপন ও তার স্ত্রী হাজেরা বেগম জানান, কয়েকদিন পূর্বে স্থানীয় একটি এনজিও অফিস থেকে ১লক্ষ তুলে ঘরে রেখেছি। কিন্তু আজ বৈদ্যুতিক অতিরিক্ত লোডশেডিং মিটার বাস্টা হয়ে আমার সব শেষ হয়ে গেছে। আমরা এখন নিঃস্ব হয়ে গেছি।
স্থানীয় এলাকাবাসী সফিকুল ইসলাম ও ছাত্রলীগ নেতা ডা: আবু ইউসুফ মজুমদার জানান, সোমবার সকালে অতিরিক্ত লোডশেডিং এর কারনে ঘরে আগুন লাগে। আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহযোগিতা আগুন নিয়ন্ত্রন করা হয়। তারা আরো বলেন, বৈদ্যুতিক অফিসের গাফলতির কারনে একটি অসহায় পরিবার আরো নিঃস্ব হয়ে গেছে।

Don`t copy text!