ঢাকাশনিবার , ২২ জুন ২০১৯
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

২১ বছরেও সংস্কার হয়নি কচুয়ার ফায়ার সার্ভিস স্টেশন ভবন ॥ বিপদজ্জনক ফাটল-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুন ২২, ২০১৯ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মাসুদ মিয়া,কচুয়া(চাঁদপুর)প্রতিনিধি ॥
চাঁদপুরের কচুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ভবনে একাধিক স্থানে বিপদজ্জনক ফাটল দেখা দিয়েছে। ব্যারাক, গ্যারেজ বিল্ডিং,অফিস কক্ষের পিলার, দেয়াল ও ছাঁদের প্লাস্টার ক্ষয়ে ক্ষয়ে পড়ায় যেকোনো সময়ে প্রানহানি সহ মারাত্মক দূর্ঘটনার আশঙ্কা করছে কর্মকর্তা ও কর্মচারীগণ।
জানা গেছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি তৎকালীন সময় ১৯৯৮ সালে কচুয়া বিশ্বরোড এলাকায় ফায়ার সার্ভিস স্টেশনের ভবনটি উদ্বোধন করেন।
কচুয়া ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার মো. ইয়াছিন প্রধানীয়া জানান, ২০০৬ সালের ৬ অক্টোবর এ ষ্টেশনটি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ২১ বছরেও একবারের জন্য সংস্কার করা হয়নি ভবনটি। উল্লেখিত সমস্যা সমাধানে ইতোমধ্যে চাঁদপুর জেলা কার্যালয়সহ গণপূর্ত বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিত ভাবে কয়েকবার অবহিত করেও কোন ধরনের সুফল পাওয়া যায়নি।
ফায়ারম্যান মো.আনোয়ার হোসেন,হুমায়ন কবির জানান, প্রথমে দুর থেকে দেখলে ভবনটির ফাটল বুঝা যায়না। কিন্তু বাস্তবে ভবনের ছাঁদ,কার্নিশসহ বিভিন্ন অংশে বিপদজনক ফাটল দেখা দিয়েছে। এতে তাদের জীবনযাপন এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে ভবনের ভিতরের জানাল বেকে যাওয়ায ও সীমানা প্রাচীর উচু করা খুবই প্রয়োজন। ভবনটির নিচ তলায় রয়েছে কচুয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তার অফিস কক্ষসহ ফায়ার সার্ভিসের গাড়ি রাখার জায়গা এবং দ্বিতীয় তলায় রয়েছে কর্মকর্তাদের থাকার জায়গা ও স্টাফদের ব্যারাক। এখানেই নিয়মিত ভাবে বসবাস করছেন ২৪ জন কর্মকর্তা-কর্মচারী।
বাথরুমের দরজা ভাঙা, কমেট ব্যবহার অনুপযোগী এবং ফ্লাশগুলোও নষ্ট হয়ে আছে দীর্ঘ দিন ধরে। রান্নাঘরের অবস্থাও একই রকম। এছাড়া বাস ভবন, জ্বানালী ষ্টোর, পাম্প হাউজ ও ইলেকটিক্স ভবনও সংস্কার করা হয়নি।
এদিকে কচুয়া উপজেলার প্রায় ৪ লক্ষ জনগনের জন্য নির্মিত একমাত্র ফায়ার সার্ভিস ষ্টেশনটি দ্রুত সংস্কারের দাবী জানিয়েছেন কচুয়াবাসী।

কচুয়া: কচুয়া কচুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ঝরাজির্ন ভবন ও ষ্টেশন ভবনের ফাটলের একাংশ।

Don`t copy text!