সুজন কুমার,নাটোর প্রতিনিধি দৈনিক বাংলার অধিকারঃ নাটোরে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার(নিয়ন্ত্রণ) আইন-২০০৫(সংশোধিত ২০১৩) বাস্তবায়নে টাস্কফোর্স কমিটিসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণের দক্ষতা বৃদ্ধি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
জেলা প্রশাসক মোঃ শাহ রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। বিশেষ অতিথি হিসাবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, বিপিএম, পিপিএম (বার),জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, সিভিল সার্জন ডাঃ আজিজুল ইসলাম, পৌর মেয়র উমা চৌধুরী জলি সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।