ঢাকামঙ্গলবার , ১৮ জুন ২০১৯
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

দ্বিতীয় বিশ্ব যুদ্ধে অংশগ্রহনকারী টাঙ্গাইলের সৈনিকদের ভাতা প্রদান-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুন ১৮, ২০১৯ ৮:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

মো: আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি: দৈনিক বাংলার অধিকার:- দ্বিতীয় বিশ্ব যুদ্ধে অংশগ্রহণকারী টাঙ্গাইল জেলার সৈনিকদের ভাতা প্রদান করা হয়েছে। ব্রিটিশ সরকারের আরসিএল ফান্ড থেকে জীবিত একজন সৈনিক এবং মৃত ১৪জন সৈনিকের পরিবারকে এ ভাতা প্রদান করা হয়।

গত কাল ১৭ জুন সোমবার টাঙ্গাইল জেলা প্রসাশকের সম্মেলন কক্ষে জেলা সশ্রস্ত্র বাহিনী বোর্ডের মাধ্যমে এই ভাতা প্রদান করা হয়। ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা সশ্রস্ত্র বাহিনী বোর্ডের সচিব মেজর (অবঃ) মোস্তাফিজুর রহমান, এনডিসি মোঃ রোকনুজ্জামান, দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহনকারি সৈনিক আব্দুর রশীদ প্রমুখ।

অনুষ্ঠানে জীবিত সৈনিক আব্দুর রশীদ এবং মৃত্যুবরণকারি ১৪ সৈনিক শামছুর রহমান, আফসার উদ্দিন, রফিকুল হোসেন, কমর উদ্দিন, হায়দার আলী, মোঃ ইউনুস আলী, আবুল হোসেন, ছমির উদ্দিন সরকার, আব্দুস সামাদ খান, কেয়াম উদ্দিন, হামিদুর রহমান, কাজী হাবিবুর রহমান, আব্দুল মোন্নাফ খান ও জসিম উদ্দিন। অনুষ্ঠানে প্রত্যেক পরিবারকে ১৫ হাজার টাকা করে ভাতা প্রদান করা হয়।

ভাতা গ্রহন কালে ১০৬ বছর বয়সী সৈনিক আব্দুর রশীদ জানান, জার্মান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ গ্রহন নিয়ে তারা গর্বিত। এবং এখন পর্যন্ত ব্রিটিশ সরকার প্রতিবছর সন্মানি ভাতা প্রদান করায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

Don`t copy text!