|| ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ || ২রা জিলহজ, ১৪৪৬ হিজরি
ভূরুঙ্গামারী ৩ সীমান্ত দিয়ে ২৩ জন নারী পুরুষকে পুশইন করেছে বিএসএফ।
প্রকাশের তারিখঃ ২৭ মে, ২০২৫
মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর ৩ সীমান্ত দিয়ে ২৩ জন নারী-পুরুষকে পুশইন করেছে বিএসএফ। যার মধ্যে সোনাহাট সীমান্ত দিয়ে ৮ জন (৫ জন পুরুষ, ৩ জন নারী), বহলগুড়ি সীমান্ত দিয়ে ৮ জন (৬ জন পুরুষ, ২ জন নারী) এবং কচাকাটার কেদার সীমান্ত দিয়ে ৭ জন (২ জন পুরুষ, ২ জন নারী)।
আজ মঙ্গলবার (২৭ মে) ভোরে দিকে ভূরুঙ্গামারীর ৩টি সীমান্ত এলাকা দিয়ে এসব নাগরীককে পুশইন করে বিএসএফ।
পরে তাদের আটক করে ৩ বিজিবি ক্যাম্পের সদস্যরা। তবে আটককৃতদের নাম পরিচয় প্রকাশ করেনি বিজিবি।
তাই ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে ঠেলে দেয়া ২৩ জন কোন দেশের নাগরীক তা এখনো নিশ্চিৎ হওয়া যায়নি। এসব নাগরীক বিজিবি কেদার, সোনাহাট ও বহলগুড়ি ক্যাম্পের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে বলে বিজিবি সূত্রে জানাগেছে।
এবিষয়ে কুড়িগ্রাম-২২বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল মাহাবুব উল হক জানান, ২৩ নাগরিককে পুশইন করার ঘটনা ঘটেছে। তবে তারা কোন দেশের নাগরীক তা এখনো নিশ্চিৎ হওয়া যায়নি।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.