|| ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ || ২রা জিলহজ, ১৪৪৬ হিজরি
নওগাঁয় পুকুরের পানিতে ডুবে আরিফ নামে এক শিশু মৃত্যু
প্রকাশের তারিখঃ ২৭ মে, ২০২৫
উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধি
নওগাঁর বদলগাছীতে খেলতে গিয়ে অসাবধানতা বসত পুকুরের পানিতে ডুবে প্রাণ গেলো (৭) বছরের শিশু আরিফের। শিশু আরিফের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের চকতাহের গ্রামে।নিহত আরিফ বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের মামুন হোসেনের ছেলে সে ঝাড়ঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী।
থানা ও স্থানীয়রা জানান, সোমবার ২৬ মে বিকেল ৩টার দিকে বাড়ির পাশে পুকুরের পাশে খেলতে যায় মামুনের ছেলে আরিফ। খেলার ছলে হটাৎ পাশে থাকা পুকুরে পড়ে পানির নিচে ডুবে গেলে সাথে থাকা আরেক শিশু সোনিয়া দৌড়ে এসে ঘটনাটি চাচা কালু মন্ডলকে জানায়।
কালু মন্ডল সহ স্থানীয় গ্রামের লোকজন দৌড়ে গিয়ে ডুবে যাওয়া স্থানে নেমে শিশু আরিফকে উদ্ধার করে নিকটস্থ আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত বলে ঘোষণা করে।
খবরপেয়ে সন্ধ্যা ৬টার দিকে বদলগাছী থানা পুলিশের এস আই জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান।
এ বিষয়ে বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহত শিশুর লাশের সুরতহাল রিপোর্ট করে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.