|| ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৭শে জিলকদ, ১৪৪৬ হিজরি
আমিরাতে হবিগঞ্জ জেলা মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পূর্ণ
প্রকাশের তারিখঃ ২৪ মে, ২০২৫
দুবাই প্রতিনিধি,
সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বৃহত্তর হবিগঞ্জ জেলার প্রবাসীদের নিয়ে হবিগঞ্জ জেলা মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা সম্পূর্ণ হয়েছে। শুক্রবার রাতে শারজার একাডেমি মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় ট্রাইব্রেকার মাধ্যমে চুনারুঘাট প্রবাসী স্পোটিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নবীগঞ্জ ইয়াং স্টার ক্লাব। নির্ধারিত সময়ে ১-১ গোলের সমতা থাকায় খেলা গড়ায় টাইব্রেকার। পরে ৬-৫ গোলে জয় পায় নবীগঞ্জ উপজেলা। চ্যাম্পিয়ন দলকে প্রায় সাড়ে তিন লাখ টাকা ও রানার্সআপ দলকে ১ লাখ ৭০ হাজার টাকা নগদ অর্থসহ পুরস্কার তুলে দেন অতিথিরা।
হবিগঞ্জ জেলার আটটি উপজেলার নাম দিয়ে সাজানো টুর্নামেন্টে অংশ নেয়- হবিগঞ্জ সেন্টার ক্লাব, চুনারুঘাট প্রবাসী স্পোটিং ক্লাব, বাহুবল সমাজ কল্যাণ স্পোর্টিং ক্লাব, শায়েস্তাগঞ্জ জে এম ওয়ারিয়ার্স ক্লাব, মাধবপুর ইলেভেন স্টার স্পোর্টিং ক্লাব, বানিয়াচং ফ্রেন্ডস ক্লাব, আজমিরিগঞ্জ সূর্যমূখী ক্লাব, ও নবীগঞ্জ ইয়াং স্টার ক্লাব।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আয়োজক কমিটির প্রধান পরিচালক সালেহ আহমদ তালুকদার ও সদস্য সচিব শাহীন মিয়ার যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ ইউএই কেদ্রীয় কমিটির প্রধান উপদেষ্ঠা বদরুল ইসলাম চৌধুরী সিআইপি। আয়োজক কমিটির উপদেষ্টা তাজুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি নেতা এনাম চৌধুরী, মিয়া মোহাম্মদ হারুন, আবুল খায়ের মিলন, আব্দুল আজিজ উজ্জ্বল, আলী আমজাদ, এনামুল হক, হাজী শফিকুল ইসলাম, রেনু মিয়া প্রমুখ।
অতিথিরা বলেন, আমিরাতে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের মানসিক ও শারীরিক সুস্থতার জন্য শরীরচর্চা ও বিনোদনের দিতে অন্যান্য প্রদেশেও খেলাধুলার আয়োজন করা প্রয়োজন।
এসময় আয়োজকরা জানান, আগামীবছর আরো বড় পরিসরে এই আয়োজনের পরিকল্পনা করছেন তারা। বিশেষ করে সিলেট বিভাগের সবগুলো জেলার প্রবাসীদের নিয়ে এই আয়োজন সাজাবেন তারা।
উল্লেখ গত ৯ মে আট দলের জার্সি উন্মোচন দিয়ে এই টুর্নামেন্ট যাত্রা শুরু হয়। প্রতিটি দলের জার্সি সরবরাহ করে দুবাইয়ের কমফোর্ট জোন ডেলিভারি সার্ভিস।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.