|| ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ || ২২শে জিলকদ, ১৪৪৬ হিজরি
বিশ্ব মেট্রোলজি দিবস, ২০২৫ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা
প্রকাশের তারিখঃ ২০ মে, ২০২৫
সুভাস দাস,।
আজ বিশ্ব মেট্রোলজি দিবস
জেলা প্রশাসন ওবিএসটিআই পটুয়াখালী এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হচ্ছে দিবসটি।
আজ ২০ মে ২০২৫ রোজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় পটুয়াখালী জেলা প্রশাসক এর কার্যালয়ে
বিশ্ব মেট্রোলজি দিবস পালিত হয়।
১৮৭৫ সালের ২০’ মে তারিখে ঐতিহাসিক মিটার কনভেনশন স্বাক্ষরিত হয়েছিল, যা পরিমাপ বিজ্ঞানে আন্তর্জাতিক সহযোগিতার দ্বার উন্মোচন করে।
ওজন ও পরিমাপ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা International Bureau of Weights and Measures (BIPM) এবং International Bureau of Legal Metrology (BIML) এবারের প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘Measurements for all times, for all people’; যার ভাবার্থ ‘সর্বকালেই পরিমাপ সকলের জন্য।
দিবসটি উপলক্ষ্যে মহামান্য উপদেষ্টা ও শিল্প সচিব পৃথক পৃথক বাণী দিয়েছেন।
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
এরই অংশ হিসেবে বিএসটিআই’র প্রধান কার্যালয়ের পাশাপাশি বিভাগীয় , আঞ্চলিক ও জেলা কার্যালয় সমূহে আলোচনা সভাসহ প্রচার-প্রচারণামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
পটুয়াখালীতে যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও বিএসটিআই পটুয়াখালী এর উদ্যোগে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ২০ মে ২০২৫ খ্রিঃ, সকাল ১১: ঘটিকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত করা হয়েছে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা প্রশাসক , আবু হাসনাত মোহাম্মদ আরেফীন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ এবং ডাঃ মোহাম্মদ খালেদুর রহমান মিয়া, সিভিল সার্জন, পটুয়াখালী।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) যাদব সরকার।
স্বাগত বক্তব্য প্রদান বিএসটিআই এর উপপরিচালক (পুরকৌশল ও যন্ত্রকৌশল) ও অফিস প্রধান মোঃ মুরসালীন মাহফুজ , তবে বিশেষ কারণে ।
উপ-পরিচালক পুরকৌশল যন্ত্রকৌশল মোঃ মুরসালিন মাহফুজ উক্ত সভায় উপস্থিত থাকতে পারেননি ।
উক্ত অনুষ্ঠানে শিল্প ও বণিক সমিতি, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিল্প উদ্যোক্তা, । এবং
পটুয়াখালী প্রেস ক্লাবের সভাপতি সহ বিভিন্ন
ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সরকারী, বেসরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.