|| ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ || ২২শে জিলকদ, ১৪৪৬ হিজরি
কমলনগরে ট্রাকের ধাক্কা সিএনজি উল্টে নিহত ২
প্রকাশের তারিখঃ ২০ মে, ২০২৫
সিরাজুল ইসলাম কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি ।
লক্ষ্মীপুরের কমলনগরে ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা উল্টে দুই ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের তুলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-সবেক কাদির পন্ডিতের হাট এলাকার হাজ্বী নোয়াব আলীর ছেলে ওসমান গনি(৫০) ও ফলকন ইউনিয়নের নুর উদ্দিন মিঝির ছেলে মো. রফিক উল্লাহ (৩৮)।
স্থানীয়রা জানান, ওসমান ও রফিক ভোরে ঢাকা থেকে লক্ষ্মীপুর এসে নামেন। লক্ষ্মীপুর থেকে সিএনজি চালিত অটোরিকশা যোগে নিজ বাড়িতে আসছিলেন। পথিমধ্যে রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের তুলাতলী এলাকা পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে সিএনজি উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ওসমান মারা যায়। আর মুমূর্ষু অবস্থায় রফিককে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কমলনগরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.