|| ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ || ২২শে জিলকদ, ১৪৪৬ হিজরি
রাউজান প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৯ মে, ২০২৫
যীশু সেন :
রাউজান প্রেস ক্লাবের মাসিক সভা গত ১৯ মে, সোমবার সংগঠনের স্থায়ী কার্যালয় জলিল নগরে অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাবের সভাপতি এম. বেলাল উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় সভাটি আয়োজন করা হয়। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং আলোচ্যসূচির ওপর বিস্তারিত আলোচনা করেন।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি প্রদীপ শীল, সাবেক সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন জুবায়ের, সহ-সভাপতি সাহেদুর রহমান মোরশেদ, সহ-সভাপতি হাবিবুর রহমান, সহ-সভাপতি যীশু সেন, সাবেক যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আনছারী ও আমীর হামজা, সহ-সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, অর্থ সম্পাদক অনিসুর রহমান, দপ্তর সম্পাদক রতন বড়ুয়া এবং সিনিয়র সদস্য আরাফাত হোসেন।
বক্তারা বলেন, রাউজানের সংবাদকর্মীরা বরাবরই পেশাদারিত্বের পরিচয় দিয়ে যাচ্ছেন। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে জনগণের আস্থা অর্জন করেছেন তারা।
সভায় বক্তারা আরও বলেন, বর্তমান প্রযুক্তির যুগে সংবাদপত্র ও গণমাধ্যমে কাজ করতে হলে তথ্য যাচাই, নৈতিকতা এবং দায়বদ্ধতার বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করাও সময়ের দাবি।
সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও যুগোপযোগী করতে নানা প্রস্তাব ও মতামত তুলে ধরা হয়। সিদ্ধান্ত নেওয়া হয় যে, প্রেস ক্লাবের অভ্যন্তরীণ কার্যক্রমকে সুসংগঠিত ও শক্তিশালী করতে নিয়মিত কর্মশালা, প্রশিক্ষণ এবং সাংগঠনিক বৈঠক আয়োজন করা হবে।
সদস্যদের মধ্যে যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়িয়ে সাংবাদিকতার মানোন্নয়নের পরিকল্পনাও গৃহীত হয়।
সভায় উপস্থিত সদস্যরা বলেন, সাংবাদিকতা কেবল সংবাদ পরিবেশন নয়, এটি একটি দায়িত্বশীল পেশা যেখানে প্রতিটি শব্দ ও তথ্যের পেছনে থাকে নৈতিক দায়বদ্ধতা। প্রেস ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
সভা শেষে সংগঠনের বিভিন্ন দাপ্তরিক বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় এবং আগামী মাসের কার্যপরিকল্পনা নির্ধারণ করা হয়। সভাটি ছিল একটি সফল ও গুরুত্বপূর্ণ আয়োজন, যা সংগঠনের সামনের পথচলায় উৎসাহ ও গতি যোগাবে বলে মতপ্রকাশ করেন নেতৃবৃন্দ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.