|| ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ || ২২শে জিলকদ, ১৪৪৬ হিজরি
মায়ের তরী’র লোক সংগীত উৎসব লালমনিরহাট
প্রকাশের তারিখঃ ১৯ মে, ২০২৫
নিউজ ডেস্ক,,।
লালমনিরহাটে গ্রামীণ জনপদের হারিয়ে যাওয়া লোক যন্ত্র ও লোকসংগীত উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১৯ মে লালমনিরহাটের জেলা পরিষদ মিলনায়তনে মায়ের তরীর আয়োজন লালমনিরহাট ও কুড়িগ্রামে ৯ টি গুরুগৃহের ৫ শতাধিক শিক্ষার্থীদের নিয়ে এই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মায়ের তরী'র নির্বাহী পরিচালক সুজন কুমার বেদের
আমন্ত্রণে নরওয়ের কবি, লেখক, লোকসংগীত গবেষক, আলোকচিত্র শিল্পী ও মায়ের তরী'র প্রতিষ্ঠাতা মা উয়েরা সেথের এর সভাপতিত্বে লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বেলা ১২ ঘটিকায় উদ্বোধন করেন। এসময় অন্যান্য অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন।
দিন ব্যাপী এই আয়োজন চললাম থাকলেও সন্ধ্যার পরে বেহালা, তবলা, ঢোল, বাঁশি, দোতারা, সারিন্দা, খমক, মন্দিরা ও একতারাসহ বিভিন্ন দেশি বাদ্য যন্ত্রের উৎসব অনুষ্ঠিত হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.