|| ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে জিলকদ, ১৪৪৬ হিজরি
নান্দাইলে শিশু ধর্ষণের প্রতিবাদে ধর্ষককে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে মানববন্ধন
প্রকাশের তারিখঃ ১৮ মে, ২০২৫
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের নান্দাইলের পল্লীতে পাটখেতে নিয়ে ১১ বছরের শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছেন অভিভাবক ও শিার্থীরা। রোববার (১৮ মে) উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে ঘণ্টা ব্যাপী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এদিকে পাঁচ দিন আগে ধর্ষণের ঘটনায় মামলা হলেও অভিযুক্ত গোলাম হোসেন (৭৫)কে দ্রুত গ্রেফতার গ্রেপ্তার করে দৃষ্ঠান্তমূলন শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। জানা গেছে, গত ১৩ মে উপজেলার নান্দাইল ইউনিয়নের সাভার গ্রামের মৃত আসালত ব্যাপারীর পুত্র গোলাম হোসেন (৭৫) স্কুলপড়ুয়া এক শিশুকে কৌশলে পাটখেতে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষণের শিকার শিশুর বাবা ওই দিন রাতে গোলাম হোসেনকে আসামি করে নান্দাইল মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এদিকে মানববন্ধন অনুষ্ঠানে ধর্ষণের শিকার শিশুটির বাবা সহ এলাকাবাসী ও শিার্থীরা বক্তব্য দেন। এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিকে গ্রেপ্তারের জোর চেষ্টা অব্যাহত আছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.