|| ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি
নওগাঁর মহাদেবপুরে নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও সেচ্ছাসেবকলীগসহ ৩ নেতা-কর্মী আটক
প্রকাশের তারিখঃ ১২ মে, ২০২৫
উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামীলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৩ জন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামীদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার খাজুর ইউপির ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রণাইল উত্তরপাড়া গ্রামের কফিল উদ্দীন মন্ডলের ছেলে আজিজার রহমান, খাজুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি দেবীপুর গ্রামের মৃত শফিজ উদ্দীনের ছেলে আব্দুল কাদের সৌখিন ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য উপজেলা সদরের কায়েস্থপাড়ার আলহাজ¦ ফয়জুল ইসলামের ছেলে গোলাম রসুল শাফি।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের বিশেষ অভিযানে রবিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামীদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.