|| ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি
দাকোপে জাতীয়তাবাদী ছাত্রদলের কলেজ শাখার কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১২ মে, ২০২৫
স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
খুলনার দাকোপ উপজেলা বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রী কলেজ এর হল রুমে ১২ই মে তিন কলেজ শাখার কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। শিক্ষা ঐক্য প্রগতি ছাত্রদলের মূলনীতি জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠানে এসএন কলেজ শাখার সভাপতি পদে রিয়াজ মোরশের্দ ও সম্পাদক শুভ্রদেব রায় নির্বাচিত হয় । এছাড়াও চালনা এমএম কলেজ ও কেসি কলেজ শাখার কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
উক্ত অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শাফি ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম-সম্পাদক হাসানুর রহমান হাসান,যুগ্ম সম্পাদক শাহেদ হাসান ও আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, সাবেক সহ-সভাপতি মাসুম বিল্লাহ, সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী শহিদুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফীরোজ,সাবেক দপ্তর সম্পাদক জাফর ইসলাম, সাবেক সহ ধর্ম বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম এবং আরও উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক প্রসেনজিৎ রায় সদস্য সচিব জি এম রুমোন সহ আরও অনেক ছাত্র নেতা। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন বাজুয়া এস এন কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাজু খান ও সদস্য সচিব খালেদ ফরাজী।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.