|| ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি
এলাকাবাসীর সহযোগিতা দুই ছিনতাইকারীকে আটক করল ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশ
প্রকাশের তারিখঃ ১১ মে, ২০২৫
সেপাল নাথ, ছাগলনাইয়া প্রতিনিধি:
এক নারী যাত্রীর ব্যাগ ছিনতাই চেষ্টা চালিয়ে পালিয়ে যাওয়ার সময় ধরা খেলো সিএনজি অটোরিক্সা চালক বেশে দুই ছিনতাইকারী। রবিবার (১১ মে) সকালে ফেনীর ছাগলনাইয়া দক্ষিণ কুহুমা হাজারী পুকুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এর আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীব্রিজ এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
আটকৃতরা হলো ছাগলনাইয়া উপজেলার পূর্ব পাঠাননগর গ্রামের মো. মোস্তফা ছেলে মোশারফ হোসেন শাহিন, একই গ্রামের শাহজাহানের ছেলে মেহেদী হাসান। তাদের সঙ্গে থাকা ইসমাইল নামের অপর ছিনতাইকারী পালিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া কাজীর দীঘি এলাকা থেকে মুহুরীগঞ্জগামী সিএনজিতে উঠে এক নারী যাত্রী। তখন গাড়িতে চালক ছাড়াও যাত্রী বেশে দুই যুবক বসা ছিল।
সিএনজি অটোরিকশা মুহুরী ব্রিজের কাছাকাছি আসার পর ওই নারীর সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায় ওই দুই যুবক।
ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে ওই নারী শোর চিৎকার দিলে নির্জন এলাকায় নারীকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে মুহুরীগঞ্জের দিকে চলে যায় তারা।
পরে ওই নারী পেছন থেকে আসা অপর অটোরিক্সাতে ওঠে ছিনতাইকারীদের পিছু নেন। ছিনতাইকারীরা ভুলে মুহুরীগঞ্জ হাইওয়ে স্ট্যান্ড দিয়ে ছাগলনাইয়ার দিকে যাওয়ার চেষ্টা করে। পরে রেললাইন দেখে পেছনে ফেরার সময় ওই নারী যাত্রী তাদের দেখে "ছিনতাইকারী" বলে চিৎকার করতে থাকেন।
তখন ছিনতাইকারীরা রেলওয়ে ক্রসিং পার হয়ে ছাগলনাইয়ার দিকে দ্রুত চলে যায়। পেছন থেকে স্থানীয় মানুষজন সিএনজি ও মোটরসাইকেল করে তাদের ধাওয়া দেয়। প্রায় ৫ কিলোমিটার ধাওয়া করে দক্ষিণ কুহুমা হাজারী পুকুর এলাকায় তাদের আটক করে পিটুনি দেয়। পরে আটক দুজনকে ফাজিলপুর (মুহুরীগঞ্জ) হাইওয়ে পুলিশের সহযোগিতা আটক করা হয়।
ফাজিলপুর (মুহুরীগঞ্জ) হাইওয়ে থানার এস আই মো. শহীদুল ইসলাম জানান, আটক দুইজনেই ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। তাদেরকে ছাগলনাইয়া থানায় পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.