|| ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১০ই জিলকদ, ১৪৪৬ হিজরি
ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় এর প্রাক্তন ছাত্র সমিতির আহবায়ক কমিটি গঠিত
প্রকাশের তারিখঃ ৭ মে, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :
দেশের ঐতিহ্যবাহি প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর প্রাক্তন ছাত্র সমিতির আহবায়ক কমিটি গঠিত হয়েছে। গত রবিবার ৪ঠা মে ঢাকা নিকেতন এলাকার একটি বানিজ্যিক ভবনে সাবেক ছাত্রনেতা দের উপস্থিতিতে সভায় সর্ব সন্মতিক্রমে এই কমিটি গঠিত হয়।
এতে বিশিষ্ট পেশাজীবী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব, ডুয়েট কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, এ্যাবের সাবেক সহ সভাপতি,দুবাই সরকারের ইলেকট্রিসিটি এন্ড ওয়াটার অথরিটির সাবেক বিদ্যুৎ বিশেষজ্ঞ, টাঙ্গাইল মির্জাপুরের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার আব্দুস সালাম খানকে আহবায়ক ও ডুয়েট শাখা ছাত্রদলের সাবেক সভাপতি এবং এফ আর খান হল এর ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট সংগঠক, ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেন মিলন কে সদস্য সচিব করে ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়(ডুয়েট) এর এলামনাই এসোসিয়েশনের কেন্দ্রীয় আহবায়ক কমিটি গঠন করা হয় ।
নব গঠিত কমিটির আহবায়ক ও সদস্য সচিব তাদের দায়িত্ব পালনে সংশ্নিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। তারা বলেন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবদি যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রেখেছে,তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দল মত নির্বিশেষে নিরপেক্ষ ভাবে সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইবির ও সরকারের সংশ্লিষ্ট বিভাগের সাথে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রেখে প্রাক্তন ছাত্র ছাত্রীদের সামগ্রিক কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সহসাই, সকল ছাত্র সংগঠনের সাবেক নেতৃবৃন্দের সাথে আলোচনা করে ভবিষ্যতে করণীয় বিষয়ে ঐকমত্যের ভিত্তিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন নতুন কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব সকলকে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে বৃহত্তর স্বার্থে উদার মনে সহযোগিতার নিমিত্তে এগিয়ে আসার উদার্ত আহবান জানান।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.