|| ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১০ই জিলকদ, ১৪৪৬ হিজরি
চান্দ্রায় বিএনপি নেতার মৃত্যু; পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন
প্রকাশের তারিখঃ ৭ মে, ২০২৫
মোঃ হোসেন গাজী।।
চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মরহুম আলমগীর ঢালির জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাপন সম্পন্ন হয়ছে। তিনি গত মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। তিনি বিগত দুই মাস পূর্বে দুর্ঘটনার শিকার হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তিনি স্ত্রী দুই মেয়ে ও এক পুত্র সন্তান সহ ভাইবোন ও আত্মীয়-স্বজন রেখে যান। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার সকাল ৯ টায় মদিনা মার্কেট সংলগ্ন মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাযার নামাজে অংশগ্রহণ করেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, সদর উপজেলা বিএনপির আহবায়ক শাহজালাল মিশন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হযরত আলী ঢালী, যুগ্ম আহবায়ক আক্তার হোসেন সাগর, জসিম মেহেদী, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বাতেন চৌধুরী, চান্দ্রা ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোফাজ্জল হোসেন খান, সিনিয়র সভাপতি মোর্শেদ আলম মাস্টার সাধারণ সম্পাদক তালহা ফারুকী সঞ্চয়, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মিনটু মাঝি লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম ভূইয়া সাধারণ সম্পাদক শহীদ বেপারী, বালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন মিয়াজী, সাধারণ সম্পাদক আলাউদ্দিন কাজী, চান্দ্রা ইউনিয়ন যুবদলের সভাপতি খোরশেদ গাজী, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন গাজী, সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীমহল ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লী জানাজার নামাজে অংশগ্রহণ করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.