|| ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ৯ই জিলকদ, ১৪৪৬ হিজরি
কচুয়ায় নুরুল হক হত্যাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
প্রকাশের তারিখঃ ৬ মে, ২০২৫
শান্তুু ধর, কচুয়া প্রতিনিধি ॥
চাঁদপুরের কচুয়ার বিতারা গ্রামের নুরুল হক হত্যাকারী ২৩দিন পেরিয়ে গেলেও এখনো গ্রেফতার হয়নি। প্রধান আসামী শুক্কুর আলী সহ অন্যান্য আসামীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিতারা স্থানীয় একটি মার্কেট এলাকায় ভূক্তভোগী পরিবার ও এলাকাবাসীর আয়োজনে কয়েক শতাধিক নারী পুরুষ এ মানববন্ধনে অংশগ্রহন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ২৩ দিন পেরিয়ে গেলেও এখনো ধরাছোয়ার বাইরে আসামীরা। পরিকল্পিত ভাবে একই এলাকার শুক্কর আলী,জাহাঙ্গীর আলম ও জালাল মুঠোফোনে ডেকে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও তাদের ফাসিঁর দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহতের স্ত্রী জাহানারা বেগম,ছেলে জহিরুল ইসলাম,বোন তাসলিমা, ভাই মহসিন হোসেন, এলাকাবাসী পারভীন আক্তার,নারগিস,হাসু বেগম,সাদ্দাম হোসেন,আব্দুর গফুর,মুজাহিদুল ইসলাম মানিক,মাওলানা মোজাম্মেল হক,কাজী মো. শাহজাহান,আব্দুল আউল ও আনিছুর রহমান প্রমুখ। এসময় কয়েক শতাধিক নারী পুরুষ মানববন্ধনে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, গত ১২ এপ্রিল পূর্ব শত্রুতার জেরে ঘর থেকে ডেকে নিয়ে শনিবার রাতে নুরুল হককে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে একই এলাকার শুক্কুর আলী সহ তার সহযোগীরা । এ ঘটনায় পুলিশ জালাল উদ্দিন নামের এক গ্রাম পুলিশকে আটক করেছে।
নিহতের স্ত্রী জাহানারা বেগম জানান, শত্রুতার জেরে আমার স্বামীকে রাতে কৌশলে ডেকে নিয়ে শুক্কুর আলী ও তার সহযোগিরা মিলে হত্যা করে। আমি আমার স্বামীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও তাদের শাস্তির দাবি জানাই।
নিহতের ভাই মহসিন হোসেন ও ছেলে জহিরুল ইসলাম বলেন, এলাকার সন্ত্রাসী শুক্কর আলীর নেতৃত্বে তার সমহযোগিরা নুরুল হককে ডেনে নেয়। পরে সুযোগ বুঝে পিছন থেকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। এতে ঘটনাস্থলে মারা যান নুরুল হক। আমরা প্রধান আসামী শুক্কর আলীসহ অন্যান্য আসামীদের দ্রুত গ্রেফতার করতে পুলিশ প্রশাসনের দৃষ্টি কামনা করছি।
অপরদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) মিন্টু কুমার ধর জানান, প্রধান আসামী শুক্কর আলীকে গ্রেফতারের চেষ্টা চলছে। আশাকরছি প্রধান আসামীসহ অন্যান্যরা দ্রুত গ্রেফতার হবে।
ছবিঃ কচুয়া বিতারা এলাকায় নুরুল হক হত্যাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন ও মিছিলের একাংশ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.