|| ৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি
নিজ ইউনিয়নের উন্নয়নে মানবিক ভূমিকা রাখলেন প্রবাসী মুন্সি শামীম আল হাসান
প্রকাশের তারিখঃ ৩ মে, ২০২৫
মোঃ জাবেদ আহমেদ জীবন
নবীনগর উপজেলা ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নে মানবিক উদ্যোগের মাধ্যমে নজির স্থাপন করেছেন সৌদি আরব প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মুন্সি শামীম আল হাসান। নিজ এলাকায় একাধিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অর্থায়ন করে তিনি স্থানীয় মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।
৩ মে ইব্রাহিমপুর কেন্দ্রীয় কবরস্থানের গেইট নির্মাণের জন্য তিনি আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের এক অসহায় বিধবার জরাজীর্ণ ঘর পুনঃনির্মাণে নগদ অর্থ সহায়তা দেন। এছাড়া কালিপুরা গ্রামের একটি নতুন রাস্তা নির্মাণে দুইটি কালভার্ট স্থাপন করে দিচ্ছেন, যাতে করে এলাকাবাসীর চলাচলের দুর্ভোগ লাঘব হয়।
স্থানীয় প্রতিনিধিরা জানান, সদ্যসমাপ্ত ঈদুল ফিতরের নামাজের সময় মুন্সি শামীম আল হাসান প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তিনি কবরস্থানের গেইট নির্মাণ করে দেবেন। প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত কার্যক্রম শুরু করেন তিনি। একইভাবে, কালিপুরা গ্রামের জনগণ চলাচলের দুর্ভোগের কথা জানালে তিনি ব্যক্তিগত অর্থায়নে দুটি কালভার্ট নির্মাণের ব্যবস্থা করেন।
এছাড়াও, ৮ নম্বর ওয়ার্ডের এক অসহায় বিধবার দুর্দশার কথা শুনে তিনি মানবিক সহানুভূতির পরিচয় দিয়ে ঘর নির্মাণের জন্য নগদ অর্থ প্রদান করেন।
উল্লেখ্য, মুন্সি শামীম আল হাসান দীর্ঘদিন ধরে নিজ এলাকায় সামাজিক ও মানবিক কাজে অবদান রেখে চলেছেন। ভবিষ্যতেও তিনি ইব্রাহিমপুর ইউনিয়নের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করে যাবেন বলে জানান তাঁর প্রতিনিধিরা।
স্থানীয় বাসিন্দারা তাঁর এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন এবং তাঁর সুস্থতা ও মঙ্গল কামনায় সকলের কাছে দোয়ার আবেদন জানিয়েছেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.