|| ৩রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি
হাইমচরে নবীন সমাজ কল্যাণ পরিষদ এর ১০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২ মে, ২০২৫
মোঃ হোসেন গাজী।।
স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন নবীন সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে, সংগঠনের ১০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া এবং তবারক বিতরণ করা হয়েছে।
২ মে শুক্রবার সন্ধ্যায় নবীন সমাজ কল্যাণ পরিষদের কার্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা এবং বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের ১১ বারের সাবেক সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী গাজীর সভাপতিত্বে এবং সাবেক সহ সভাপতি শরীফ মোঃ মাসুম বিল্লার সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়।
এসময় উপস্থিত ছিলেন নবীন সমাজ কল্যাণ পরিষদের সহ-সভাপতি ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন বেপারী, দপ্তর সম্পাদক মোঃ আলমগীর, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন (রাজু) তালুকদার, বিশিষ্ট সমাজ সেবক শাহাদাত হোসেন গাজী, সিদ্দিক গাজী, ঈমাম হোসেন দেওয়ান সহ সংগঠনের উল্লেখযোগ্য নেতৃবৃন্দ।
সংগঠনের প্রধান উপদেষ্টা, মন্ডলী, প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতা পরিচালক, পরিচালনা পরিষদ,কার্যকারী কমিটি,শুভাকাঙ্ক্ষী সহ সংগঠনের সাথে সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় এ-ই মিলাদ ও দোয়া আয়োজন করা হয়েছে।
সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ আলী গাজী তিনি বলেন নবীন সমাজ কল্যাণ পরিষদ তারুণ্যে উদ্ভাসিত আর্থ-সামাজিক উন্নয়নে সম্প্রীতির বন্ধন এই স্লোগান নিয়ে গত ২০১৫ সালে একঝাঁক তরুণদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে মানবতার কল্যাণে সেবাবমূলক নানা কর্মসুচি পালন করে হাইমচর উজেলা ছাড়িয়ে বিভিন্ন স্থানে সুপরিচিত হয়েছে। নবীন সমাজকল্যাণ পরিষদ ভবিষ্যৎ অসহায় মানুষের সহযোগিতা,গরিব দুস্থ শিক্ষার্থীদের পড়ালেখায় আর্থিক সহযোগিতা, যুব সমাজ কে মাদক থেকে বিরত রাখতে খেলাদুলার আয়োজন, বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ত্রাণ সহায়তা প্রদান সহ নানা কর্মসূচি পালন করে আসছে। ভবিষ্যৎ এধরণের কার্যক্রম অব্যহত রাখতে সংগঠনের পক্ষ থেকে সকলের সুপরামর্শ কামনা করেন। মিলাদ ও দোয়া পরিচালনা করেন ডেলের বাজার বাইতুল আমীন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মিজানুর রহমান।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.