|| ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি
ঠাকুরগাঁও সদর উপজেলার শিশু ও যুব ফোরামের সামাজিক কর্মকান্ডের সফলতার গল্প ও আলোচনা সভা
প্রকাশের তারিখঃ ২৯ এপ্রিল, ২০২৫
ঠাকুরগাঁও সদর উপজেলার শিশু ও যুব ফোরামের সামাজিক কর্মকান্ডের সফলতার গল্প ও আলোচনা সভা
ঠাকুরগাঁও প্রতিনিধি \ ঠাকুরগাঁও সদর উপজেলার শিশু ও যুব ফোরামের সামাজিক কর্মকান্ডের সফলতার গল্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
“বাল্য বিবাহকে না বলুন, শিশুর সুরক্ষা নিশ্চিত করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সদর উপজেলা শিশু ও যুব ফোরামের আয়োজনে ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপির সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইশরাত ফারজানা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংস্থার চাইল্ড প্রটেকশন অপিসার ম্যানুয়েল বৈদ্য, চাইল্ড ফোরামের সভাপতি রতœা আক্তার, রহিমানপুর ইউনিয়ন শিশু ফোরামের সভাপতি বর্না দাস, শিশু ফোরামের সদস্য সাদিয়া আক্তার, হিমেল সরকার প্রমুখ।

অনুষ্ঠানে সংস্থার বিভিন্ন কর্মকর্তা, শিশু ফোরাম, যুব ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই সদর উপজেলার শিশু-যুব ফোরামের সদস্যগণ সামাজিক কর্মকান্ডের সফলতার বিভিন্ন গল্প ও ভিডিও চিত্র উপস্থাপন করেন এবং জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। প্রধান অতিথি জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, তোমরা এ জেলাকে কোন অবস্থানে দেখতে চাও, তোমাদের স্বপ্ন কি? তুমি বা তোমরা কোন জায়গায় যেতে পারো? আজকের আলোচনায় অনেক বিষয় উঠে এসেছে। সর্বোপরি জেলার সার্বিক উন্নয়নের স্বার্থে শিশু-যুব ফোরামের যে কোন ধরনের কর্মকান্ড বাস্তবায়নে জেলা প্রশাসন পাশে থাকবে। এছাড়াও সংশ্লিষ্ট বিষয়ের উপরে বিভিন্ন ধরনের দিক-নির্দেশনা প্রদান করেন প্রধান অতিথি।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.