|| ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় মাদক কারবারিদের হামলায় ৫ ডিবি পুলিশ আহত, আটক ৩
প্রকাশের তারিখঃ ২৯ এপ্রিল, ২০২৫
সেপাল নাথ, ছাগলনাইয়া প্রতিনিধি:
মাদকবিরোধী অভিযানে গিয়ে মাদক ব্যবসায়ীদের হামলার শিকার হয়েছেন এএসআই তানভীর মেহেদী, খোকন হোসেন, রিংকু বড়ুয়া, কনস্টেবল মুজিবুর, জাহাঙ্গীর নামে ৫ ডিবি (গোয়েন্দা শাখা) পুলিশ সদস্য। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।
সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭ টায় ফেনীর ছাগলনাইয়া উপজেলা মহামায়া ইউনিয়ন জয়নগর এলাকায় এ ঘটনা ঘটে।
ডিবির ওসি মর্ম সিংহ ত্রিপুরা জানান, ঐ এলাকার মাদক কারবারি আলমগীর'র বাড়িতে বিদেশী মদ মজুত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল মাদক বিরোধী অভিযানে গিয়েছিলেন। এসময় মাদক কারবারি আলমগীর'র অনুসারীরা পুলিশ সদস্যদের উপর হামলা চালায়। তাৎক্ষণিক ছাগলনাইয়া থানা পুলিশ সহ অভিযান শুরু করে। তাদের কাছ থেকে বিদেশী মদ, ফেনসিডিল সহ দা, ছুরি জব্দ করা হয়। এসময় ৩ জনকে আটক করা হয়। তাদেরকে ছাগলনাইয়া থানা হস্তান্তর করা হয়।
আটককৃতরা হলেন জয়নগর সফিউল্লাহ'র ছেলে শিফাত জয়নাল আবেদীন, কবির হোসেনের স্ত্রী রোজিনা আক্তার ও রহিম উল্যাহ'র স্ত্রী রুপবান।
তিনি আরও বলেন, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হবে। পুলিশের উপর হামলার ঘটনায় আরেকটি মামলা হবে। মামলার প্রস্তুতি চলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বলেন মাদকবিরোধী অভিযানে গেলে ডিবি পুলিশের সদস্যদের ওপর অতর্কিত হামলা করে। হামলার সঙ্গে জড়িত অপর মাদক ব্যবসায়ীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.