|| ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি
ঘুষ গ্রহন ও নানা অনিয়মের অভিযোগে বাকেরগঞ্জ থানার বিতর্কিত বদলি
প্রকাশের তারিখঃ ২৯ এপ্রিল, ২০২৫
নিউজ ডেস্ক,
বরিশালের বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলামকে অবশেষে বদলি করা হয়েছে। থানায় দায়িত্ব গ্রহণের ৬ মাসের মাথায় তাকে এই পদ থেকে সরিয়ে নেওয়া হলো। বদলির বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) মোঃ মাসুম বিল্লাহ।
২০২৪ সালের ২২ সেপ্টেম্বর বাকেরগঞ্জ থানায় যোগ দেন ওসি মোঃ সফিকুল ইসলাম। দায়িত্ব গ্রহনের ১১ দিনের মাথায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৪ অক্টোবর তাকে বরিশাল পুলিশ লাইনে ক্লোজ করা হয়। পরবর্তীতে ১৬ অক্টোবর পুনরায় তাকে বাকেরগঞ্জ থানায় দায়িত্ব দেয়া হয়। দায়িত্ব গ্রহণের পর থেকেই তার বিরুদ্ধে ধর্ষণ মামলার আসামী প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাকে গ্রেপ্তার না করা, একটি রাজনৈতিক দলের নেতা-কর্মীদের বিশেষ সুযোগ-সুবিধা দেয়া, আওয়ামীলীগ নেতা-কমীদের প্রকাশ্যে এলাকায় অবস্থান ও মামলা রেকর্ডের নামে ঘুষ গ্রহণসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। সম্প্রতি এক তরুনীকে ধর্ষণ মামলায় এজাহারভুক্ত আসামী প্রকাশ্যে গুরে বেড়ালেও তাকে গ্রেপ্তার না করার অভিযোগ ডিআইজিকে জানায় ওই তরুনীর পরিবার।
এইসব ঘটনায় তীব্র সমালোচনা ও চাপের মুখে শেষমেশ ওসি মোঃ সফিকুল ইসলামকে বদলি করা হলো।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.