|| ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
মধুপুরে নিযন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে ড্রাইভারকে উদ্ধার করল ফায়ার সার্ভিস
প্রকাশের তারিখঃ ২৩ এপ্রিল, ২০২৫
আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে নিযন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে। ড্রাইভারকে উদ্ধার করল ফায়ার সার্ভিসের লোকজন।
ঘটনাটি ঘটেছে বুধবার (২৪ এপ্রিল) সকাল ৬ টার দিকে মধুপুর ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পঁচিশ মাইল নামক স্থানে। মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো বোরহান আলী জানান, আজ সকাল ৬ টার দিকে মধুপুর পচিশ মাইল নামক স্হানে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বনের মধ্যে খাদে পড়ে গেছে এবং গাড়ির ভিতরে ড্রাইভার আটকা আছে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো বোরহান আলীর নেতৃত্বে দ্রুত ফায়ার সার্ভিসের ০২ টি ইউনিট ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে ট্রাকের ভিতরে আটকা পড়া ড্রাইভারকে জীবিত অবস্থায় উদ্ধার করেন। উদ্ধারের পর আটকে পড়া ড্রাইভারকে চিকিৎসার জন্য ফায়ার সার্ভিসের বিভাগীয় এ্যাম্বুলেন্স দিয়ে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রেরণ করেন। আহত ড্রাইবারের নাম হাবিবুর রহমান (২৪)। তিনি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ভাংগুরা গ্রামের আব্দুল কাদের ছেলে। দুর্ঘটনায় কবলিত ট্রাকটির নাম্বার ঢাকা মেট্রো ট- ১৬- ৯৭৩৮।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.