|| ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
চান্দ্রায় সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে অফিস সহকারীকে বিদায়
প্রকাশের তারিখঃ ২৩ এপ্রিল, ২০২৫
মোঃ হোসেন গাজী।।
চান্দ্রা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের অফিস সহায়ক মোঃ সহিদ মিয়া'র চাকুরী থেকে অবসর জনিত বিদায়ী উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৩ এপ্রিল বুধবার সকালে ১২ নং চান্দ্রা ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কর্মচারবৃন্দের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ নং চান্দ্রা ইউনিয়ন পরিষদের প্রশাষনিক কর্মকর্তা বশির উল্যাহ খন্দকার।
চান্দ্রা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ মুজিবুর রহমান পাটওয়ারী'র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দ্রা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা শারমিন সুলতানা, চান্দ্রা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আঃ কুদ্দুস পিন্টু, বিশিষ্ট সমাজসেবক সাব্বির আহমেদ মিয়া, মিন্টু জমদার, শাহদাত গাজী, জাকির রাড়ি মোহসিন মোল্লাসহ চান্দ্রা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ সহকারী, শাহিনা আক্তার, সেলিনা আক্তার, সুমাইয়া আক্তার, রিনা সুলতানা ও এলাকার গন্নমান্য উপস্থিত ছিলেন।
চান্দ্রা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের অফিস সহায়ক মোঃ সহিদ মিয়া'র চাকুরী থেকে অবসর জনিত বিদায়ী উপলক্ষে প্রবাসী বিল্লাল পাটওয়ারী, মহসিন শেখ ও বেলায়েত হোসেন মিঠুর পক্ষ থেকে উপহার প্রদান করা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.