|| ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
বউ-ভাতের অনুষ্ঠান থেকে ওয়ারেন্টভুক্ত বর গ্রেফতার
প্রকাশের তারিখঃ ২২ এপ্রিল, ২০২৫
পটুয়াখালী জেলা প্রতিনিধি।
পটুয়াখালীর জেলা গলাচিপায় বড় বউয়ের করা যৌতুক মামলায় গ্রেফতারী ওয়ারেন্ট হওয়ায় বউ ভাতের অনুষ্ঠান থাকে বরকে আটক করেছে থানার পুলিশ। তাই প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করে ফেঁসে গেছেন স্বামী। ঘটনাটি ঘটেছে সোমবার গলাচিপা পৌর এলাকার কালিবাড়ি সড়কে।
২০১৯ সালে বিধান ও তমার প্রেমের বিয়ে। তার আগে চার বছর সম্পর্ক ছিল তাদের। দাম্পত্য জীবনে ৫ বছরের শিশু সন্তান রয়েছে। তার নাম অর্ঘ কর্মর্কার। বর বিধান গলাচিপার জুয়েলারি ব্যবসায়ী প্রয়াত বিমল কর্মকারের ছেলে।
তমা রাণী কর্মকার বলেন, আমার স্বামী বিধান নয় মাস আগে ঢাকা সাভারের শিবুদাসের মেয়ে বর্ষা রাণীর সাথে পরকিয়ায় জড়িয়ে যায়। এর পর গত চার দিনবআগে বর্ষাকে বিয়ে করে বৌভাতের আয়োজন করলে ঘটনাটি জানাজানি হয়। পরে আমি মামলা করলে পুলিশ বিধানকে গ্রেফতার করে। তমা আরো বলেন, দ্বিতীয় বিয়ের পর থেকে আমার শ্বাশুড়ি নুপুর রাণী কর্মকার ও মামা শ্বশুর স্বজল কর্মকার আমাকে প্রাণ নাশের হুমকি দেয়। আমি এখন নিরাপত্তাহীনতায় ভূগছি।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ আশাদুল রহমান জানান, বিধানের বিরুদ্ধে পটুয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একটি গ্রেফরী পরোয়ানা জারি ছিলো। আমরা আদালতের নির্দেশে বিধানকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছি।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.