|| ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রবাসী সনাতনী ঐক্য পরিষদ নাচে গানে বরণ করে নিল বাংলা নববর্ষকে।
প্রকাশের তারিখঃ ২২ এপ্রিল, ২০২৫
সনজিত কুমার শীল।
আরব আমিরাত।
সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সনাতনী ঐক্য পরিষদের উদ্যোগে নাচে গানে বরণ করে নিল বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দাকে। সারাদিনব্যাপী অনুষ্ঠানের মধ্য দিয়ে সারজা মালিহা একটি রিসোর্টে নানান কর্মসূচি আয়োজন করা হয়। আমিরাতে প্রবাসী সনাতনী ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা বাংলা নববর্ষ কে বরণ করার জন্য শিশু থেকে কিশোর- বৃদ্ধ সকলে একত্রিত হয়ে বার মাসের তের পার্বণের চিত্রগুলো তুলে ধরেন। বৈশাখ থেকে চৈত্র মাসের নানান অনুষ্ঠানের নাটিকার মাধ্যমে পরিবেশন করেন। প্রবাসে বাংলাদেশের সংস্কৃতি ঐতিহ্য এবং বাঙালিয়ানার পরিপূর্ণতা প্রকাশের বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে থাকেন পরিবারবর্গ। অনুষ্ঠানে মঙ্গল শুভযাত্রা, বৈশাখী গান, যেমন খুশি তেমন সাজ, দেশাত্মবোধক গান, নৃত্য পরিবেশন, কবিতা আবৃতি, দুপুরে ইলিশের আপ্যায়ন, গানে গানে নাচে নাচে বাংলা বর্ষবরণ উৎসব উদযাপন করা হয়। অনুষ্ঠান আয়োজকেরা বলেন প্রবাসে নতুন প্রজন্মের কাছে বাংলার ইতিহাস বাংলার ঐতিহ্য, সংস্কৃতি, তুলে ধরাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য। বক্তারা বলেন আজকের এই অনুষ্ঠানটি ঢাকা রমনা বটমূলে ছায়ানটের পহেলা বৈশাখ উদযাপনের প্রধান উদ্যোক্তা প্রয়াত সানজিদা খাতুন উনার নিমিত্তে সম্পূর্ণ অনুষ্ঠানটি উৎসর্গ করা হয়। উক্ত বর্ষবরণ অনুষ্ঠানে আবুধাবি, আল আইন , দুবাই ,শারজা ,রাস আল খাইমা, আল দাইদ, ফুজিরা সহ আরো অন্যান্য অঞ্চল থেকে তিন শতাধিক সনাতনীরা উপস্থিত হন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.