|| ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
নান্দাইল মডেল থানায় বুক কর্নারের উদ্ভোধন
প্রকাশের তারিখঃ ২২ এপ্রিল, ২০২৫
ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইলে নান্দাইল মডেল থানায় গ্রেপ্তার করে আনা আসামিদের সময় কাটানোর জন্য বুক কর্নার (মিনি পাঠাগার) মঙ্গলবার (২২এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসার সারমিন সাত্তার আনুষ্ঠানিক ভাবে উদ্ভোধন করেন। এসময় সাথে ছিলেন সহকারী কমিশনার ভুমি মোঃ ফয়জুর রহমান, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃআনোয়ার হোসেন, বই পড়া আন্দোলনের সভাপতি মোহাম্মদ এনামুল হক বাবুল, সিনিয়র সাংবাদিক রবিউল আলম ফরাজি, মুখলেছুর রহমান সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ । উল্লেখ্য স্বাধীনতার পর এই প্রথম বারের মতো নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিন সাত্তারের উদ্যোগ ও পরিকল্পনা এই বুক কর্নার স্হাপন করা হয়। এই বুক কর্নারে জন্য বই পড়া আন্দোলন নান্দাইল উপজেলা শাখার পক্ষ থেকে ৫ হাজার টাকা মূল্যের বই উপহার প্রদান করা হবে ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.