|| ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
নবীনগরে জনবসতি এলাকায় পোল্ট্রি ফার্ম দুর্গন্ধে বসবাস ও পরিবেশ নষ্ট হওয়ার অভিযোগ
প্রকাশের তারিখঃ ২১ এপ্রিল, ২০২৫
মোঃ জাবেদ আহমেদ জীবন
নবীনগর উপজেলা ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি
নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়ন এর মেরকুটা গ্রামের পূর্বপাড়ায় লিপি বেগম ও রহিম মিয়ার বসতবাড়ীর খুবই কাছাকাছি স্থানে, একই এলাকার জজ মিয়ার জায়গায় ভাড়া নিয়ে মোঃ বাবুল মিয়া পোল্ট্রি ফার্মের খামার করেন।
সেই খামার এর কারণে আশেপাশের বসতবাড়ি তে দুর্গন্ধের দৃষ্টি হচ্ছে। যার কারণে প্রতিকার চেয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রাজীব চৌধুরী ও উপজেলা সহকারী কমিশনার ভূমির কার্যালয়ে আব্দুর রহিম স্বাক্ষরিত একটি অভিযোগ করছেন। সরেজমিন ২০ এপ্রিল মেরকুটা গ্রামে গিয়ে দেখা যায় দুটি পোল্ট্রি ফার্ম জনবসতি ঘর থেকে মাত্র দশ থেকে পনের ফুট দুরত্বে।
যার কারণে বসাবাস কারীরা ঘরে থাকতে পারছেন দূর্গন্ধের কারণে। এ সময় উপস্থিত লোকজন জানান আমরা চাই খুবই তারাতাড়ি এই পোল্ট্রি ফার্মের খামার গুলো এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য, আমরা এ কারণে ইউএনও মহোদয়ের সহযোগিতা কামনা করছি।
এ বিষয় এ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরী জানান, অভিযোগ পেয়েছি বিষয় টি খতিয়ে দেখবো।
এ সময় জায়গার মালিক জজ মিয়া জানান দূর্গন্ধ হলে এলাকার লোকজনের সমস্যা হবে এমন কাজ করতে দেওয়া যাবে না।
পোল্ট্রি ফার্ম খামারী মোঃ বাবুল মিয়া বলেন আমি এখানে ফার্ম করেছি ২০২০ সালের আগে যেহেতু পোল্ট্রি মুরগী একটু দূর্গন্ধ হবে তবে দূর্গন্ধ যেন না ছড়ায় সে বিষয় এ আমি খেয়াল রাখবো।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.