|| ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
নওগাঁর নিয়ামতপুর জিগাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ মাদক কারবাড়ি গ্রেপ্তার
প্রকাশের তারিখঃ ২১ এপ্রিল, ২০২৫
উজ্জ্বল কুমার সরকার
জেলা প্রতিনিধি নওগাঁঃ
নওগাঁর নিয়ামতপুর জিগাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
আজ সোমবার(২১ এপ্রিল) সকালে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সাদাপুর জিগাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে স্বপন শীলকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত ব্যক্তির নাম স্বপন শীল (৩২)। বাবার নাম মৃত খগেন শীল। বাড়ি সাদাপুর জিগাবাড়ী গ্রামে ।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, নিয়ামতপুর থানা পুলিশের একটি দল আজ সকাল ৬ টার দিকে ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযান পরিচালনার জন্য বাহাদুরপুর ইউনিয়নে অবস্থান নেন।
গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন সাদাপুর জিগাবাড়ী এলাকায় গাঁজা বিক্রয় করা হচ্ছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে স্বপন শীল পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধরে ফেলে এবং তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ১ কেজি গাঁজা উদ্ধার করে।
থানা তদন্ত কর্মকর্তা বাবলু চন্দ্র পাল বলেন, মাদকদ্রব্য গাঁজা উদ্ধারের ঘটনায় আজ একটি মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
নওগাঁ #
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.