|| ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়া অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত
প্রকাশের তারিখঃ ২১ এপ্রিল, ২০২৫
সেপাল নাথ, ছাগলনাইয়া প্রতিনিধি:
ফেনীর ছাগলনাইয়া উপজেলা জুড়ে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে প্রতিদিন অভিযান পরিচালনা করে আসছে প্রশাসন।
শুধু তাই নয় রমজান মাসের পূর্বে থেকে যানযট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, উচ্ছেদ অভিযান সহ নানামুখী কল্যাণমুলক কাজ করার পাশাপাশি অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে উপজেলা প্রশাসন।
তারই ধারাবাহিকতায় রবিবার (২০ এপ্রিল) গভীর রাতে পাঠানগর ইউনিয়ন কন্ট্রাক্টর মসজিদ এলাকা অভিযান পরিচালনা করে মাটি বহনের কাজে দুইটি পিকাপ ও দুইটি এস্কেভেটর জব্দ করা হয়। প্রতিদিনের মতো এবারও অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ।
অভিযানে নির্বাহী ম্যাজিস্টেট ও সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ জানান জনগণের জানমান রক্ষার্থে ও অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল কর্তনকারী মাটি সন্ত্রাসী, সমাজবিরোধী, দুর্বৃত্ত ও ফেনীর গণমানুষের এসব শত্রুদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.