|| ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
এতিম শিশুদের খোঁজখবর নিলেন পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার ইফাত আরা জামান উর্মি
প্রকাশের তারিখঃ ২১ এপ্রিল, ২০২৫
সুভাস দাস।
পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার ইফাত আরা জামান উর্মি খোঁজখবর নিয়েছেন পটুয়াখালী এতিম শিশুদের। এ সময় তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের বেশ কয়েকটি এতিমখানা পরিদর্শন করেন।
২১ এপ্রিল (সোমবার) সকালে পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত আরা জামান উর্মি সদর উপজেলার আউলিপুর ও মাদার বুনিয়া ইউনিয়নের কয়েকটি ইয়াতিমখানা ও মাদ্রাসা পরিদর্শন করেন।
এ সময় মাদারবুনিয়া ইউনিয়নের "উত্তর চারাবুনিয়া ফারুকিয়া হাফিজিয়া শিশু সদন" এর অধ্যায়নরত শিশু শিক্ষার্থীদের সাথে কথা বলে সরাসরি খোঁজ খবর নেন।
এ সময় মাদ্রাসার প্রতিষ্ঠাতা ফারুক হোসাইন মাস্টারকে শিশুর স্বাস্থ্য ও শিক্ষার মান উন্নয়নের তাগিদ দেন। এবং মাদ্রাসার ইয়াতীম শিক্ষার্থীরা যেন তাদের শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি সকল সুযোগ সুবিধা থেকে যেন বঞ্চিত না হয়।
এ সময় তার পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার জহিরুল ইসলাম।
পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার ইফাত আরা জামান উর্মি বলেন, নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে আজ আমরা এই মাদ্রাসায় উপস্থিত হয়েছি।
এমন ধর্মীয় প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীদের খুশিতে আমরাও আনন্দিত। নিয়মিত বিভিন্ন এতিমখানায় পরিদর্শন আমাদের চলমান থাকবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.