|| ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
চান্দ্রা ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির সিনিয়র সহসভাপতি মোরশেদ আলম মাষ্টার কে ফুলেল শুভেচ্ছা প্রদান
প্রকাশের তারিখঃ ১৮ এপ্রিল, ২০২৫
মোঃ হোসেন গাজী,চাঁদপুর
চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোরশেদ আলম মাষ্টার ৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল ও অন্যন্ন নেতৃবৃন্দের উদ্যোগে ফুলেল শুভেচ্ছা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৮ এপ্রিল সন্ধ্যায় জব্বার ঢালির দোকান এলাকায় বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের উপস্থিতিতে এক অনাড়ম্বর আয়োজনে ফুলেল শুভেচ্ছা শেষে সকল নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মোঃ সাব্বির আহমেদ মিয়া, বিএনপি নেতা জাকির পাটওয়ারী, শাহাদাত গাজী, মুকবুল মাঝি, ৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি সেলিম খান, ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক কাউসার গাজী, স্বেচ্ছাসেবক দলের তাজুল ইসলাম, অন্তর, যুবদলের সৈয়দ খান ছাড়াও মোহসিন মোল্লা, দেলোয়ার হোসেন মালসহ আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় চান্দ্রা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মোরশেদ আলম মাষ্টার পতিক্রিয়ায় জানান, দলের পদপদবির দিকে না তাকিয়ে একজন সাধারণ কর্মী হিসেবে সবসময় কাজ করে যেতে চাই।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.