|| ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি
পটুয়াখালী জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যান সভাএবং অপরাধ পর্যালোচনা সভা- অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৪ এপ্রিল, ২০২৫
সুভাস দাস ,পটুয়াখালী জেলা প্রতিনিধি ।
পটুয়াখালী জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যান সভাএবং অপরাধ পর্যালোচনা সভা-এপ্রিল ২০২৫ অনুষ্ঠিত
গতকাল ১৩/০৪/২০২৫ তারিখ সকাল ০৮.০০ ঘটিকায় পটুয়াখালী জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ ও প্যারেড, যানবাহন পরিদর্শন করেন জনাব মোঃ আনোয়ার জাহিদ, পুলিশ সুপার, পটুয়াখালী। পুলিশ সুপার প্যারেড পরিদর্শণ শেষে অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোষাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার পরিচ্ছন্নতাসহ বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়া পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতরে আইন শৃঙ্খলা রক্ষা ও নিয়ন্ত্রণে যথাযথ দায়িত্ব পালন করায় পটুয়াখালী জেলার সকল পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান।
মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেন সহকারি পুলিশ সুপার জনাব আরিফ মোহাম্মদ শাকুর।
সকাল ১১:০০ ঘটিকায় মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ আনোয়ার জাহিদ সভাপতিত্বে পটুয়াখালী পুলিশ লাইন্স কনফারেন্স রুমে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় পুলিশ হেডকোয়ার্টার এর বিভিন্ন দিক নির্দেশনা পড়ে শুনানো হয়। পুলিশ সুপার মহোদয় অধঃস্তন পুলিশ সদস্যদের কাছ থেকে সার্বিক বিষয়ে দাবি দাওয়া সংক্রান্ত মতামত গ্রহণ করেন এবং সমস্যাগুলো তাৎক্ষনিক সমাধানে সংশ্লিষ্টদের ব্যবস্থা গ্রহণ ও মনিটরিং করার নির্দেশ প্রদান করেন। মাসিক কল্যান সভায় পুলিশ সুপার মহোদয় জেলার সকল ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের যাবতীয় সামষ্টিক কল্যাণের বিষয়ে আলোচনা করেন। সভায় জেলা পুলিশের বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ বক্তব্য রাখেন । তিনি বিভিন্ন সমস্যা সমাধানের নিমিত্তে তাৎক্ষণিক সিদ্ধান্ত প্রদান করেন।
এরপর ঐদিন দুপুর ১৪.০০ ঘটিকায় অত্র ইউনিটের কনফারেন্স রুমে এপ্রিল /২০২৫ মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় পটুয়াখালী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, বিট পুলিশিং কার্যক্রম, গ্রেফতারী পরোয়ানা তামিল ও মামলা সমূহের তদন্তের অগ্রগতি, নিরাপত্তা জোরদার বিষয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ, সকল সহকারি পুলিশ সুপারগন , সকল থানার অফিসার ইনচার্জ, পরিদর্শক সহ অন্যান্য পদমর্যাদার অফিসার ও ফোর্স।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.