|| ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
কুলিয়ারচরে ছিনতাইকারী ভেবে শিশুর পিতাকে বেধড়ক পিটিয়েছে জনতা, আজ সাধারণ মানুষের নিরাপত্তা নেই। ।
প্রকাশের তারিখঃ ১৪ এপ্রিল, ২০২৫
মো. আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কুলিয়ারচরের তাতারকান্দা নামক স্থানে ছিনতাইকারী ভেবে শিশুর পিতাকে বেধড়ক পিটিয়েছে জনতা।
জানা গেছে, রোববার সন্ধ্যার দিকে উপজেলার রামদী ইউনিয়নের তাতারকান্দা নামক স্থানে এই ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী কুলিয়ারচর পৌর শহরের হারুয়া সওদাগর পাড়ার জজ মিয়ার ছেলে সোহেল মিয়া ছেলে তার শিশু সন্তান নিয়ে বাড়ি যাওয়ার পথে শিশু ছিনতাইকারী অভিযোগ তোলে অতি উৎসাহী জনতা। এ সময় ওই শিশুর সামনে তার পিতাকে বেধড়ক পেটায় তারা। ঘটনার পর আহত সোহেল মিয়াকে (৩০) উদ্ধার করে পুলিশ।
পুলিশের তথ্য মতে সোহেল মিয়া তার ৩ বছরের শিশু সন্তান লাইসাকে নিয়ে অটোরিকশা যোগে আগরপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে শিশুটি কান্না করছিলো। স্থানীয় লোকজন পিতাকে শিশু ছিনতাইকারী সন্দেহ করে অটোরিকশার গতিরোধ করে বেধড়ক মারধর করে। পরে খবর পেয়ে থানা পুলিশ এসে তাদের উদ্ধার করে নিয়ে যায়। উপ-পরিদর্শক মনজুরুল ইসলাম জানান, উদ্ধারের পর সোহেলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
তিনি জানান, সন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যায় সোহেলের স্ত্রী। এই ঘটনায় যোগাযোগ করা হলে কুলিয়ারচর থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, সোহেল ও তার মেয়ে লাইসাকে রাত ৯টার দিকে তার পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। লোকজন ভুল বুঝে তাকে মারধর করেছে বলে তিনি জানান।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.