|| ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
নওগাঁয় উপজেলা আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান মাসুদ রানা গ্রেপ্তার
প্রকাশের তারিখঃ ১১ এপ্রিল, ২০২৫
নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুর সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাত সাড়ে ৩টার দিকে মহাদেবপুর কুঞ্জবন নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাসুদুর রহমান মহাদেবপুর উপজেলা যুব লীগের সদস্য। তিনি উপজেলার খেজুর ইউনিয়নের কুঞ্জবন গ্রামের জসিম উদ্দীনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আলম বলেন, গতকাল রাতে বদলগাছী থানা পুলিশ ও মহাদেবপুর থানা পুলিশের যৌথ অভিযান চালিয়ে মাসুদুর রহমান মাসুদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে বদলগাছী থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে বদলগাছী থানা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িতের অভিযোগে রয়েছে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, গ্রেপ্তারের পর থানা হেফাজতে মাসুদকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গত বছরের ৫ নভেম্বর ককটেল বিস্ফোরণের ঘটনায় বদলগাছী থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে ।
নওগাঁ #
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.