|| ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
আমিরাতে দুইটি স্কুলে ঢাকা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা চলছে
প্রকাশের তারিখঃ ১০ এপ্রিল, ২০২৫
সনজিত কুমার শীল।
আরব আমিরাত।।
দেশের সাথে তাল মিলিয়ে আজকে সংযুক্ত আরব আমিরাতের দুইটি স্কুলে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। আজ সকাল ৮টায় আমিরাত সময় ছাত্র-ছাত্রীদের মাঝে প্রশ্ন পত্র বিতরণ করা হয়। দুটি স্কুলের মধ্যে রয়েছে রাজধানী আবুধাবি শেখ খলিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামী স্কুল এবং উত্তর আমিরাতের রাস আল খাইমা ইংলিশ প্রাইভেট স্কুল। আবুদাবি শেখ খলিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুলের পরীক্ষার পরিদর্শক হিসেবে ছিলেন বাংলাদেশ দূতাবাস আবুধাবি দূতালয় প্রধান (ডিসিএম) শাহানাজ আক্তার রান। আবুদাবিতে মোট পরীক্ষার্থী ছিল ৫৩ জন এর মধ্যে নিয়মিত ৪৬ এবং অনিয়মিত ৭জন। এর মধ্যে ছাত্রী ২৯ জন এবং ছাত্র ২৪ জন। বায়ান্ন জন বিজ্ঞান বিভাগ ও একজন বাণিজ্য বিভাগ থেকে এ পরীক্ষায় অংশগ্রহণ করেন। অন্যদিকে রাস আল খাইমা ইংলিশ প্রাইভেট স্কুলে পরীক্ষা পরিদর্শক ছিলেন দুবাই কনসূ্লেটের কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার। এই স্কুলের মোট পরীক্ষার্থী ২৯ জন। নিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২৭ জন এবং অনিয়মিতভাবে পরীক্ষার্থী দুইজন। এর মধ্যে ছাত্র ১৬ জন এবং ছাত্রী ১৩ জন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। দুটি স্কুলে ছাত্রছাত্রীদের সুন্দরভাবে পরীক্ষা হয়েছে বলে জানান স্কুলে কর্মরত শিক্ষক শিক্ষিকা বৃন্দ।।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.