|| ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে কমলনগরে বিক্ষোভ
প্রকাশের তারিখঃ ৮ এপ্রিল, ২০২৫
সিরাজুলইসলাম কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরের কমলনগরে বিক্ষোভ হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলা সদর হাজিরহাট বাজারে জামায়াতে ইসলামী বাংলাদেশের ব্যানারে বিক্ষোভ মিছিলে অংশ নেয় সর্বস্তরের জনগন।
এ সময় বিক্ষোভকারীরা ‘আমার ভাই শহীদ কেন, জাতিসংঘ জবাব চাই’, ‘ইসরায়েলের দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘ইসরায়েলের আগ্রাসন, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, 'তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন', 'জেগেছেরে জেগেছে বিশ্ব মুসলিম জেগেছে', ‘দুনিয়ার মুসলিম, এক হও এক হও’ ইত্যাদি স্লোগান দেন।
বিক্ষোভ মিছিলটি উপজেলা সদর হাজিরহাট বাজার মসজিদের সামনে থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আতিক সুপার মার্কেটের সামনে গিয়ে সমাবেশ করা হয়।
সমাবেশে বক্তব্য রাকেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল খায়ের, সেক্রেটারি আকরাম হোসেন, যুবদলের সদস্য সচিব আবু ছায়েদ দোলন, জামায়াত নেতা আবদুল্লাহ আল মারজান রোম্মান, মিজানুর রহমান মান্না, ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা আবদল্লাহ আল মানুন, ছাত্রদলের আহবায়ক সাজ্জাদুর রহমান সাজু ও এমরান হোসেন শাকিল প্রমূখ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.