|| ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৬ হিজরি
হাবিব উল্যাহ্ খান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
প্রকাশের তারিখঃ ৭ এপ্রিল, ২০২৫
সেপাল নাথ (ছাগলনাইয়া-ফেনী) প্রতিনিধি:
ফেনীর ছাগলনাইয়া ঘোপাল ইউনিয়ন দুর্গাপুর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাবিব উল্যাহ্ খান উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এসএসসি- ২০২৫ পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (৭ এপ্রিল) সকাল ১১ টায় বিদ্যালয় হলরুমে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে বক্তব্য রাখেন এডহক কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. জাফর উদ্দিন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোমিনুল হক'র সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক রনজিৎ কিশোর দাস'র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মুজিবুর রহমান, জেলা জামায়াতে সূরা সদস্য মিজানুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য জামাল উদ্দিন বাবুল, নিজাম উদ্দিন পাটোয়ারী, ইসমাইল হোসেন।
পরিক্ষার্থীদের উদ্দেশ্য প্রধান অতিথি ও বিদ্যালয়ের সভাপতি মো. জাফর উদ্দিন বলেন, পূর্বের ন্যায় এবারও শতভাগ পাশ করে বিদ্যালয়ের মান অক্ষুণ্ণ রাখবে এটাই মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি। যারা ভাল রেজাল্ট করবে তাদেরকে পুরুষ্কৃত করা হবে। উচ্চ শিক্ষার গ্রহণের ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।
আলোচনা সভা শেষে পরিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শেষে পরিক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র তুলে দেন আগত অতিথিবৃন্দ।
এসময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষী মীর হোসেন, রেজাউল করিম পিন্টু, পারভেজ হোসেন, শিক্ষক শিক্ষিকা সহ এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.