|| ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১১ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
হাইমচরে মেঘনায় গোসল করতে এসে দুই সন্তানের জননী নিখোঁজ
প্রকাশের তারিখঃ ৬ এপ্রিল, ২০২৫
মোহ হোসেন গাজী,হাইমচর চাঁদপুর।
হাইমচর উপজেলার ৩নং আলগী দক্ষিণ ইউনিয়নের পশ্চিম চর কৃষ্ণপুর গ্রামে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই সন্তানের জননী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ নারীর নাম কবিতা বেগম (৩২)। তিনি ফজলু হাওলাদারের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, কবিতা বেগম দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার দক্ষিণ আটরাইল গ্রামের মৃত খায়রুল ইসলামের মেয়ে। তার মায়ের নাম আলিমা বেগম। কবিতার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
বেলা আড়াইটায় কবিতা বেগম মেঘনা নদীতে গোসল করতে নামলে হঠাৎ নিখোঁজ হন। খবর পেয়ে বাংলাদেশ কোস্টগার্ড হাইমচর এবং নীলকমল নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তল্লাশি চালায়।
হাইমচর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোঃ রতন শেখ জানান, নিখোঁজের বিষয়টি আমাদেরকে জানানো হলে, আমরা তাৎক্ষণিকভাবে চাঁদপুর ফায়ার স্টেশনের ডুবুরি দলকে বলেছি। তারা জানান কুমিল্লায় একটি কাজে ডুবুরীটিম নিয়োজিত রয়েছেন, আগামীকাল সকালে ঘটনাস্থলে এসে তল্লাশি চালাবেন বলে জানিয়েছেন।
নীলকমল নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক কংকন কুমার বিশ্বাস জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে একটি টিম পাঠান। তারা প্রাথমিকভাবে সেখানে তল্লাশি করেন।আগামীকালকে ফায়ার সার্ভিস ডুবুরি দলের সহযোগিতায় এখানে তল্লাশি চালানো হবে।
হাইমচর থানা পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিখোঁজের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.