|| ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি
পটুয়াখালীতে কারারক্ষী সাজেদুর রহমানের জানাজার নামাজ শেষে লাশ নিয়ে শেরপুরের উদ্দেশ্যে রওনা
প্রকাশের তারিখঃ ৩ এপ্রিল, ২০২৫
সুভাস,পটুয়াখালী জেলা প্রতিনিধি।
পটুয়াখালী জেলা কারাগারের কারারক্ষী সাজেদুর রহমান ( ৪৫)প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।তাঁর জানাজার নামাজ জেলা কারাগার, পটুয়াখালী'র সামনে ৩ এপ্রিল বৃহস্পতিবার জোহর বাদ অনুষ্ঠিত হয়।
কারারক্ষী সাজেদুর রহমান'র জানাজার নামাজে
উপস্থিত ছিলেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল ও জেলা কারাগার, পটুয়াখালী'র জেলার লাবলু সহ জেলা কারাগার, পটুয়াখালী'র বিভিন্ন স্তরের অন্যান্য কর্মকর্তা বৃন্দ এবং কারারক্ষী গন।এরিপোর্ট লেখা পর্যন্ত জানা গেছে কারারক্ষী সাজেদুর রহমান'র মরদেহ বাহী এম্বুলেন্স) তাঁর গ্রামের বাড়ি সাং -টাংগারপাড়া,থানা- শ্রীবরদী ও জেলা- শেরপুর এর পথে রওনা হয়েছে।
উক্ত এম্বুলেন্স এ কারারক্ষী সাজেদুর রহমান'র স্ত্রী, আত্মীয়-স্বজন ও জেলা কারাগার, পটুয়াখালী'র দু'জন কারারক্ষী রয়েছেন বলে জানা গেছে। প্রসঙ্গত:জেলা কারাগার, পটুয়াখালী'র কারা ব্যারাক থেকে কারারক্ষী সাজেদুর রহমান'র ঝুলন্ত মরদেহ গতকাল বুধবার সন্ধ্যার পরে উদ্ধার করা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.